Band: Obscure
Album: Obscure Unplugged
Year: 2006
Singer: Tipu
to listen original version of this song click here
Maajh Raate Chaad (Unplugged) Lyrics
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখনি
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছ
সরোবরে যদি ফোটে রক্তকমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছ
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখনি
রুপালি বিজলি যদি নিরব থাকে
কেঁদোনা ভেবো শুধু আমি তো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখনি
আকাশের নীল যদি আঁধারে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখনি
You May Also Like Obscure:
* Bhalo Laage Aamar (unplugged)
* Tumi Chhile Kaal Raate (unplugged)
* Rojoni Kaate (unplugged)
* Kaal Shararaat (unplugged)
* Shararaat Jegechhi Eka (unplugged)
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment