Neel Molat - Ayub Bachchu

নীল মলাট

 

Lyrics: Bappi Khan
Album: Chamak

Singer: Ayub Bachchu
Year: 1994


Neel Molat Lyrics

নীল রঙের একটি কাগজ দিয়ে
জীবনকে মলাট দিয়েছি
ক্রমে সে রঙটা নিঃশেষ হয়ে যায়
নেতিয়ে পড়া জীবনের শিরা-উপশিরা গুলি
মলাট খানি কুচকিয়ে দেয় ক্রমাগত
জায়গা জায়গায় ছিঁড়ে গেছে
এখন বিষন্নতার গীটার বাজে।

একটি প্রশ্ন এখন বারংবার
একটি জিজ্ঞাসা অহেতুক
একটি মানচিত্র নির্বাক
একটি আর্তনাদ বিভৎস
একটি ষড়যন্ত্র প্রাণময়
একটি ক্রন্দন ফিরে আসে নিঃশ্চুপ হয়ে
একটি প্লাবণ সুপ্ত
একটি জিঘাংসা আমরণ
তউরঞ্জ ফুলের সৌরভে ভেজা
একটি চেতনা আনকোরা নীল মলাট
নীল মলাট

You May Also Like Ayub Bachchu:
* Ghumonto Shohore
* Bhranto Pothik
* Shukhi Chhele
* Baily Roade
* Bodle Giyechhe Shomoy


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment