Dhaka Kotodur - Bachchu

চাচা ঢাকা কতদুর
 

Lyrics:
Album: Proyojon
Bangla Mixed Album

Singer: Ayub Bachchu
Year: 2001

Dhaka Kotodur Lyrics

চাচা ঢাকা কতদুর
চাচা ঢাকা কতদুর


শুনছি ঢাকায় টাকা উড়ে
মাঝে মাঝে মানুষ মরে
রিকশা গাড়ির হুল্লোড়ে
স্বপ্ন হারায় ওই ভিড়ে


উচু উচু দালানগুলো আকাশ ছুঁয়ে যায়
দালান গুনতে গুনতে মানুষ গাড়ি চাপা খায়

গ্রামের মানুষ ঢাকা মুখী নাই ঠিকানা নাই
শহর জুড়ে মানুষ আছে আপন কেহ নাই


দুটি দোয়েল বসে আছে দেহে প্রান নাই
গুলিস্থানের কামান তো আর গুলিস্থানে নাই

রাতের ঢাকার বুকটা জুড়ে অনেক বাতি জ্বলে
গরমকালে ঠাণ্ডা মেশিন ঘরে ঘরে চলে


কারো কারো নেশা একটা টাকা আরও চায়
মাছ ভাতের পাশাপাশি ঘুষও নাকি খায়

শিক্ষা জীবন শেষ করেও চাকরি কোথাও নাই
মোটা একটা মামা পেলে ভাতের চিন্তা নাই


গ্রামের মানুষ ঢাকায় গিয়ে ফিরে আসে একা
যাওয়ার পথে প্রাণটা থাকে আসার পথে ফাকা
চাচা তুমি বন্ধ কর তোমার গাড়ির চাকা
আমি এবার ঠিক করেছি আর যাব না ঢাকা


You May Also Like Album - Proyojon
* Jay Din - Atahar Titu
* Nirbashone - Pancham
* Preyoshi - Nasim Ali Khan
* Kaal Raate - Tipu
* Sha-La-La - Kaniz Suborna
* Naa-Naa-Naa - Biplob
* Nishshongo - Shawkot
* Dukkho Niyona - Maksud
* Jadukori - Shafin Ahmed
* Betha - Hasan
* Valobasha De - James
* Chacha Dhaka Kotodur - Ayub Bachchu




Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment