Chai Shopno - LRB

চাই স্বপ্ন
Lyrics: Asif Iqbal
Album: Shopno

Singer: Ayub Bachchu
Year: 1996

 


Chai Shopno Lyrics

এই দেশে সবই আছে আমাদের
পেট মোটা ঠিকাদার; আছে কত ধান্দাবাজ
আছে নিরীহ মানুষ কোটি কোটি
আরও আছে কিছু তোষামোদী কবি।

কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম, নেই স্বপ্ন।

গ্রামে আছে মহাজন
কেড়ে নেয় তারা বাধাহীন
কৃষকের জমে থাকা শেষ সম্বল
হারাম খোর টাকু মোড়ল
গ্রাস করে চলে সারা জীবন
অসহায় মানুষের শেষ সম্বল
আছে ঠক বাজ ধরিবাজ
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।

কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম, নেই স্বপ্ন।

সুবিধাবাদী মতলবী, সুবিধাবাদী পুঁজিবাদী
অফিসে-অফিসে কত ঘুসখোর
শহরে নগরে জেগে উঠা
ক্ষমতা লোভী কত ভুঁই ফোঁড়
উজাড় করে দেয় সাধারন মানুষের ঘর
আছে ঠক বাজ ধরিবাজ
আছে বদমাশ ভণ্ড পীর
নেতাদের পাশে ঘুরে ঘুরে থাকা চাটুকার।

কি নেই দেশে আমাদের
নেই দেশ প্রেম; নেই স্বপ্ন।

You May Also Like Ayub Bachchu and LRB:
* Shopno (2) Golpo Sheshe
* Jonmohin Nokhkhotro
* Durer Tomake
* Shudu Aamar Prem
* Bankar


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment