Tomar Baash Kotha - Bannya

তোমার বাস কোথা
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Written in: 1923

Tomar Baash Kotha Lyrics

তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে।
তুমি হৃদয়-পূর্ণ-করা ওগো, তুমিই সর্বনেশে॥
'আমার বাস কোথা-যে জান নাকি,
শুধাতে হয় সে কথা কি,
ও মাধবী, ও মালতী!'
হয়তো জানি, হয়তো জানি, হয়তো জানি নে,
মোদের বলে দেবে কে সে।
মনে করি, আমার তুমি, বুঝি নও আমার।
বলো বলো, বলো পথিক, বলো তুমি কার।
'আমি তারি যে আমারে যেমনি দেখে চিনতে পারে,
ও মাধবী, ও মালতী!'
হয়তো চিনি, হয়তো চিনি, হয়তো চিনি নে,
মোদের বলে দেবে কে সে॥

Tomar Baash Kotha Singer
Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like:
* Tumi Kichu Diye Jao
* তুমি কোন্ পথে


You May Also Like Porjay: Puja, Upo-Porjay: Aanondo
* Aadhar Rajoni Pohalo
* Aaji E Anandasandhya
* Aaloy Alokmoy Kore Hey



Click on Image to go

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment