Momo Dukhero Shaadhono - Bannya

মম দুঃখের সাধন
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1939

Momo Dukhero Shaadhono Lyrics

মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তব চরণতলে
শুভলগন গেল চলে,
প্রেমের অভিষেক কেন হল না তব নয়নজলে॥
রসের ধারা নামিল না, বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে--
মালা পরানো হল না তব গলে॥
মনে হয়েছিল দেখেছিনু করুণা তব আঁখিনিমেষে,
গেল সে ভেসে।
যদি দিতে বেদনার দান, আপনি পেতে তারে ফিরে
অমৃতফলে॥

Momo Dukhero Shaadhono Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like
* Momo Joubanonikunje Gahe
* Momo Ruddhamukulodole
* Mon Jane Manomohon
* Mone Je Asha Loye
* মনে কী দ্বিধা


Click on image to go:


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Modhuro Modhuro Dhoni - Bannya

মধুর মধুর ধ্বনি
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1895

Modhuro Modhuro Dhoni Lyrics

মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে ॥
নিভৃতবাসিনী বীণাপাণি অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি— পরানের কোথা সে বিরাজে ॥
মধুঋতু জাগে দিবানিশি পিককুহরিত দিশি দিশি ।
মানসমধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে ।
এসো দেবী, এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে—
গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে ॥

Modhuro Modhuro Dhoni Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like:
* Momo Chitte Niti Nritte
* Mora Satyer Pore Mon
* Naa Go Ei Je
* Naahoy Tomar Ja Hoyeche
* Naai Bhoy Nai
* Nomo Jantro Namo Jantro
* Nrityero Tale Tale Hey
* O Bhai Kanai
* ও জোনাকী কী সুখে


Click on image to go:


গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Modhuro Boshonto Eshechhe - Bannya

মধুর বসন্ত এসেছে
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1888

Modhuro Boshonto Eshechhe Lyrics

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে॥
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামলবরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে॥

Modhuro Boshonto Eshechhe Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like:
* Momo Antar Udase
* Mon Je Bole Chini Chini
* Mor Bina Othe Kon
* Naa Jeyo Na
* নিবিড় অমা-তিমির


Click on image to go:


গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Megh Bolechhe Jaabo Jaabo - Bannya

মেঘ বলেছে 'যাব যাব'
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1914

Megh Bolechhe Jaabo Jaabo Lyrics

মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥
দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে',
আমি বলে 'মিলাই আমি আর কিছু না চাই' ॥
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে',
মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥


Megh Bolechhe Jaabo Jaabo Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like:
* Modhur Tomar Shesh Je
* Moron sagaropare Tomra Amar
* Moroner Mukhe Rekhe
* অচেনাকে ভয় কী
* Olpo Loiya Thaki Tai


Click on image to go:


আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Lukaale Bolei Khuje - Bannya

লুকালে বলেই খুঁজে
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1927.

Lukaale Bolei Khuje Lyrics

লুকালে বলেই খুঁজে বাহির করা,
ধরা যদি দিতে তবে যেত না ধরা ॥
পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে,
হারাধন পেলে সে যে হৃদয়-ভরা ॥
আপনি যে কাছে এল দূরে সে আছে,
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে।
দূরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে,
তাই সে ধরায় ফেরে পিপাসাহারা ॥

Lukaale Bolei Khuje Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like
* Maan Abhiman Bhasiye Diye
* Meghochaye Sajol Baye
* Milonrati Pohalo
* মম দুঃখের সাধন
* Momo Joubanonikunje Gahe


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Likhono Tomar Dhulay - Bannya

লিখন তোমার ধুলায়
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1926

Likhono Tomar Dhulay Lyrics

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি,
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥
চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা--
বনে বনে তব লেখনীলীলার রেখা,
নবকিশলয়ে গো কোন্ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি॥
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো।
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনি
বিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি।
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি॥

Likhono Tomar Dhulay Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like
* লুকালে বলেই খুঁজে
* Maan Abhiman Bhasiye Diye
* Moron Re Tnuhnu Mamo
* Meghochaye Sajol Baye
* Milonrati Pohalo


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Kotha Hotey Shunte Jeno - Bannya

কোথা হতে শুনতে যেন
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1921.

Kotha Hotey Shunte Jeno Lyrics

কোথা হতে শুনতে যেন পাই--,
আকাশে আকাশে বলে 'যাই'॥
পাতায় পাতায় ঘাসে ঘাসে জেগে ওঠে দীর্ঘশ্বাসে
হায়, তারা নাই, তারা নাই'॥
কত দিনের কত ব্যথা হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।
চলে যাওয়ার পথ যে দিকে সে দিক-পানে অনিমিখে
আজ ফিরে চাই, ফিরে চাই॥

Kotha Hotey Shunte Jeno Singers

Rezwana Choudhury Bannya


You May Also Like
* Kothin Bedonar Tapos
* Koto Kotha Tare
* লিখন তোমার ধুলায়
* লুকালে বলেই খুঁজে
* Maan Abhiman Bhasiye Diye


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Kotha Baaire Dure - Bannya

কোথা বাইরে দূরে
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1910.

Kotha Baaire Dure Lyrics

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥
ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি
তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি--
তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হোথায়।
আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥
চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তোরা শুনিস কানে বারতা আনে দখিন বায়।
আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে
চির বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণে,
তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়--
আহা আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥

Kotha Baaire Dure Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like
* কোথা হতে শুনতে যেন
* Kothin Bedonar Tapos
* Koto Kotha Tare
* লিখন তোমার ধুলায়
* লুকালে বলেই খুঁজে


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Kokhon Dile Poraye - Bannya

কখন দিলে পরায়ে
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1931.

Kokhon Dile Poraye Lyrics

কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা,
ব্যথার মালা ॥
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা
গোপনে এসে গেলে, দেখি নাই আঁখি মেলে
আঁধারে দুঃখডোরে বাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।

Kokhon Dile Poraye Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like
* Kokhon Je Basonto
* Kon Ajachito Ashar
* Kon Badhoner Granthi
* Kon Debota Se Ki
* Kon Gahon Aranye
* Kon Se Jhorer Bhul 1
* কোথা বাইরে দূরে


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Klanto Baashir Shesh Ragini - Bannya

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1922.

Klanto Baashir Shesh Lyrics

ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে
শুকনো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে
সুরখানি ওই নিয়ে কানে পাল তুলে দিই পারের পানে,
চৈত্ররাতের মলিন মালা রইবে আমার সাথে ॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে—
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চলে।
ঝরা যূথীর পাতায় ঢেকে আমার বেদন গেলেম রেখে,
কোন্ ফাগুনে মিলবে সে-যে তোমার বেদনাতে ॥

Klanto Baashir Shesh Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like
* Kobe Tumi Asbe Bole
* কখন দিলে পরায়ে
* Kokhon Je Basonto
* Kon Ajachito Ashar
* Kon Badhoner Granthi


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Ki Debo Tomay - Bannya

কী দিব তোমায়
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1884.

Ki Debo Tomay Lyrics

কী দিব তোমায়। নয়নেতে অশ্রুধার,
শোকে হিয়া জরজর হে।।
দিয়ে যাব হে তোমারি পদতলে
আকুল এ হৃদয়ের ভার।।

Ki Debo Tomay Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like:
* Ki Korili Moher
* Kon Bhiruke Bhoy
* Kotha Acho Probhu
* Maajhe Majhe Tabo Dekha 1
* Mitilo Sob Kshudha
* Moha Shinghashone Bosi
* Mohabishshe Mahakashe 1
* Mohanonde Hero Go Sobe
* Mon Pran Kariya Lao
* Moner Modhye Nirobodhi
* Noyon Tomare Pay Na 2
* Ogo Debota Amar
* Ohe Jibanoballobha 1
* Phiro Na Phiro Na Aji
* Pitaar Duyare Dnaraiya
* Probhu Elem Kothay
* Probhu Khelechi Anek
* Ridoy Aaboron Khule
* Rojoni Pohailo Choleche
* Rokkha Karo Hey
* Shobe Mili Gao Re
* Shokatore Oi Kandiche
* Shongsharete Charidhar
* Shorup Tnar Ke Jane
* Shubhro Probhate Purbo
* Shukher Majhe Tomay Dekhechi
* Shumodhur Shuni Aji
* Taahar Ananda Dhara
* Taahar Preme Ke Dube
* Taaro Taro Hori Dinojon
* Tobe Ki Phiribo
* তব প্রেম সুধা


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Ketechhe Ekela - Bannya

কেটেছে একেলা
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1936.

Ketechhe Ekela Lyrics

কেটেছে একেলা বিরহের বেলা আকাশকুসুমচয়নে ।
সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে ॥
দেখিতে দেখিতে নূতন আলোকে কি দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে মোদের মিলিত নয়নে ॥
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে, এল সব তারা ঢাকিতে ।
হারানো সে আলো আসন বিছালো শুধু দুজনের আঁখিতে ।
ভাষাহারা মম বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা,
চিরজীবনেরি বাণীর বেদনা মিটিল দোঁহার নয়নে ॥

Ketechhe Ekela Singers

Rezwana Choudhury Bannya

You May Also Like:
* Kholo Kholo Daar
* Ki Holo Amar Bujhi
* Ki Phul Jhorilo
* Ki Ragini Bajale
* কী সুর বাজে


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


Keho Kaaro Mon Bujhe Naa - Bannya

কেহ কারো মন বুঝে না
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1884

Keho Kaaro Mon Bujhe Naa Lyrics

কেহ কারো মন বুঝে না, কাছে এসে সরে যায় ।
সোহাগের হাসিটি কেন চোখের জলে মরে যায় ॥
বাতাস যখন কেঁদে গেল প্রাণ খুলে ফুল ফুটিল না,
সাঁঝের বেলা একাকিনী কেন রে ফুল ঝরে যায় ॥
মুখের পানে চেয়ে দেখো, আঁখিতে মিলাও আঁখি—
মধুর প্রাণের কথা প্রাণেতে রেখো না ঢাকি ।
এ রজনী রহিবে না, আর কথা হইবে না—
প্রভাতে রহিবে শুধু হৃদয়ের হায়-হায় ॥

Keho Kaaro Mon Bujhe Naa Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like:
* Keno Amay Pagol
* Keno Bajao Kakon
* Keno Dhore Rakha
* Keno Jamini Na Jete
* Keno Nayan Apni
* Keno Re Etoi Jabar
* Keno Saradin Dhire
* কেটেছে একেলা


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন