Kotha Baaire Dure - Bannya

কোথা বাইরে দূরে
Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1910.



Kotha Baaire Dure Lyrics

কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥
ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি
তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি--
তখন ঘুচবে ত্বরা, ঘুরিয়া মরা হেথা হোথায়।
আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥
চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তোরা শুনিস কানে বারতা আনে দখিন বায়।
আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে
চির বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণে,
তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়--
আহা আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥

Kotha Baaire Dure Singers

Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like
* কোথা হতে শুনতে যেন
* Kothin Bedonar Tapos
* Koto Kotha Tare
* লিখন তোমার ধুলায়
* লুকালে বলেই খুঁজে


Click on image to go:

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.