Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1913
Nitto Tomar Je Phool Lyrics
নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনেতারি মধু কেন মনমধুপে খাওয়াও না ?
নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না ?।
বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না ?।
আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,
তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না ?
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ,
তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে
কেন দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও না ?।
Nitto Tomar Je Phool Singer
Kabir Suman
You May Also Like Porjay: Puja, Upo-Porjay: Bishsho
* Okarone Akale Mor Porlo
* Omon Aral Diye Lukiye
* Ondhokarer Utso Hote Utsarito
* Ore Tora Jara Shunbi Na
* Orupbina Ruper Arale
* Prothom Alor Charondhwani
* Provu Aji Tomar Dokshin
* Shantisamudra Tumi Gobhir
* Shara Jibon Dilo Alo
* Shobar Majhare Tomare Swikar
* Tomar Hater Rakhikhani
* Vubonjora Asonkhani
You May Also Like Porjay: Puja, Upo-Porjay: Bondhu
* আজি যত তারা তব
Click on Image to Go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
No comments:
Post a Comment