Nitto Tomar Je Phool - Suman

নিত্য তোমার যে ফুল
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1913

Nitto Tomar Je Phool Lyrics

নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে
তারি মধু কেন মনমধুপে খাওয়াও না ?
নিত্যসভা বসে তোমার প্রাঙ্গণে,
তোমার ভৃত্যের সেই সভায় কেন গাওয়াও না ?।
বিশ্বকমল ফুটে চরণচুম্বনে,
সে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে,
আমার চিত্ত-কমলটিরে সেই রসে
কেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না ?।
আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,
তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে,
তেমনি করে সুধাসাগর-সন্ধানে
আমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না ?
পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,
তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ,
তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরে
কেন দ্বারে তোমার নিত্যপ্রসাদ পাওয়াও না ?।

Nitto Tomar Je Phool Singer
Kabir Suman
kabir-suman

You May Also Like Porjay: Puja, Upo-Porjay: Bishsho
* Okarone Akale Mor Porlo
* Omon Aral Diye Lukiye
* Ondhokarer Utso Hote Utsarito
* Ore Tora Jara Shunbi Na
* Orupbina Ruper Arale
* Prothom Alor Charondhwani
* Provu Aji Tomar Dokshin
* Shantisamudra Tumi Gobhir
* Shara Jibon Dilo Alo
* Shobar Majhare Tomare Swikar
* Tomar Hater Rakhikhani
* Vubonjora Asonkhani


You May Also Like Porjay: Puja, Upo-Porjay: Bondhu
* আজি যত তারা তব



Click on Image to Go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন


No comments:

Post a Comment