Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1933
Elem Notun Deshe Lyrics
এলেম নতুন দেশেতলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে॥
অচিন মনের ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা,
বোনাবে রঙিন সুতোয় দুঃখসুখের জাল,
বাজবে প্রাণে নতুন গানের তাল
নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে॥
নাম-না-জানা প্রিয়া
নাম-না-জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া।
যৌবনেরি নবোচ্ছ্বাসে ফাগুন মাসে
বাজবে নূপুর বনের ঘাসে।
মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গলতায়
চঞ্চলিত এলো কেশে॥
Elem Notun Deshe Singers
Rezwana Choudhury Bannya
You May Also Like
* এমনও দিনে তারে
* Emon Dine Tare
* Era Porke Apon
* Eshechi Go Esechi
* এসো আমার ঘরে
Click on Image to go:
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
No comments:
Post a Comment