Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1909
Aaji Jhorer Raate Lyrics
আজি ঝড়ের রাতে তোমার অভিসারপরানসখা বন্ধু হে আমার॥
আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম--
দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥
বাহিরে কিছু দেখিতে নাহি পাই,
তোমার পথ কোথায় ভাবি তাই।
সুদূর কোন্ নদীর পারে, গহন কোন্ বনের ধারে
গভীর কোন্ অন্ধকারে হতেছ তুমি পার॥
Aaji Jhorer Raate Singers
Rezwana Choudhury Bannya

You May Also Like:
* Aaji Jharo Jharo Mukhoro
* আজি মেঘ কেটে গেছে
* Aaji Oi Akash Pore
* Aaji Pallibalika Alakaguccha
* আজি হৃদয় আমার
Click on Image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment