Shukh - LRB

সুখ
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Shukh Lyrics

সুখ সুখ সুখ সুখ সুখ সুখ ও ও

ইদানিং আমার সুখের তব্দপোশে
বেদনার ছারপোকার অবাধ যাতায়াত
ইদানিং আমার প্রেমের ছদ্মবেশে
ছলনার সংলাপের নিত্য সহবাস

ইদিনিং আমার মনের তব্দবুকে
ক্লান্তির প্রজাপতি করছে বসবাস
ইদানিং আমার দুঃখের ঝর্না স্রোতে
সুখ গুলো ভেসে যায় আজ বারেবার

সুখ সুখ সুখ সুখ সুখ সুখ ও ও

You May Also Like Ayub Bachchu:
* Aami Je Kaar
* Beparta
* Haashpatale
* Manush Bonam Omanush
* Rupali Guitar


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Rupali Guitar - LRB

রুপালি গিটার
Lyrics: Kayser Ahamed Chowdhury
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



to listen unplugged version of this song click here


Rupali Guitar Lyrics

এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন চোখে অশ্রু তুমি রেখো
গোপন করে।

মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোঁটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে।

শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতিপুরে

You May Also Like Ayub Bachchu:
* Ekjon Jaaroj Shontan
* Bohudure
* Maake Bolish
* Noshto Korechhe Aamader
* 19 Kinba Kuri


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Manush Bonum Omanush - LRB

মানুষ বনাম অমানুষ
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Manush Bonum Omanush Lyrics

আমাকে আমার চেয়ে বড় করে দাও হে প্রভু
এ পথ থেকে আমায় ফেরাও

মানুষ হয়েও আমি বড় অমানুষ
চাই না হতে আমি আবারও মানুষ

আজীবন অমানুষ তাদেরই বলে
অমানুষ থেকে যারা বেড়ে অমানুষে

মানুষ থেকে যারা হয় অমানুষ
ভিন্ন সবাই তারা হলেও মানুষ

You May Also Like Ayub Bachchu:
* Rupali Guitar
* Ekjon Jaaroj Shontan
* Bohudure
* Maake Bolish
* Noshto Korechhe Aamader


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Ki Aashate - LRB

কি আশাতে
Lyrics: Kayser Ahmed Chowdhury
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Ki Aashate Lyrics

কে এসেছো একা
কে তুমি হৃদয়ে ব্যথা নিয়ে
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে
দিতে পারি কি এই অচেনা উত্তরে
কি তুমি চেয়েছো বল মেয়ে কি আশাতে

কেন একা এসেছো এখানে
কি স্মৃতি রয়েছে পেছনে
কি তুমি ফেলেছো হারিয়ে
কে তোমায় গিয়েছে কাঁদিয়ে

কে মন ভেঙ্গেছে আখি তাই
ভরেছে জলে
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে
দিতে পারি কি এই অচেনা উত্তরে
কি তুমি চেয়েছো বল মেয়ে কি আশাতে

সান্তনা চেয়েছো এই রাতে
যন্ত্রণা ছড়ান এখানে
কি আমি দেব যে তোমাকে
ভাষা তো গিয়েছে হারিয়ে

দুকুল ভেঙ্গেছে নদী তাই
দুঃখ অনেক
মেঘলা আশা নিয়ে এসেছো তুমি কে
দিতে পারি কি এই অচেনা উত্তরে
কি তুমি চেয়েছো বল মেয়ে কি আশাতে

You May Also Like Ayub Bachchu:
* Joto Beshi
* Shukh
* Aami Je Kaar
* Beparta
* Haashpatale


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Khoniker Jonno - LRB

ক্ষণিকের জন্য
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Khoniker Jonno Lyrics

আশ পাপ যত জীবনে
জড়িয়ে আছে আমাদের
হাসি গান আর ভালবাসা
না পড়া যত কবিতা
ক্ষণিকের জন্য
সব ক্ষণিকের জন্য
প্রতিটি স্বপন আর এই জীবন ক্ষণিকের

বাবা মা আর প্রেমিকা
ভাই বোন আর আত্মীয়া
দক্ষিণা এই জানালা
সেগুন কাঠের দরজা
ক্ষণিকের জন্য
সব ক্ষণিকের জন্য
প্রতিটি স্বপন আর এই জীবন ক্ষণিকের

সুবিশাল এই সভ্যতা
আমাদের যত জিজ্ঞাসা
কোলবালিশ আর লেপ কাথা
সাদা চাদরের বিজ্ঞতা
ক্ষণিকের জন্য
সব ক্ষণিকের জন্য
প্রতিটি স্বপন আর এই জীবন ক্ষণিকের

আজকের এই সূর্যটা
সুখ দুঃখ আর প্রত্যাশা
অভিমান রাত ছলনা
অনেক চাওয়া পাওয়া
ক্ষণিকের জন্য
সব ক্ষণিকের জন্য
প্রতিটি স্বপন আর এই জীবন ক্ষণিকের

You May Also Like Ayub Bachchu:
* Cholo Bodle Jaai
* Kemon Aachho
* Ki Aashate
* Joto Beshi
* Shukh



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Joto Beshi - LRB

যত বেশী
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Joto Beshi Lyrics

যত বেশী আমি আসবো ফিরে মানুষের কাছাকাছি
ততো বেশী দূরে চলে যেতে হবে আমায় এখনি
ততো বেশী দূরে চলে যেতে হবে আমায় এখনি

ফেরার পথে থাকবে সাথে বিশাল একটি মন
পেছনের কালো সৃতিরা যেথায় রইবেনা আর স্মরণ
সমান ভাগে ভাগ করে নিব আনন্দ আর হাসি
তুল্য মূল্য হয়ে যাবে সব দুঃখ কষ্ট।

অন্য একটি জীবন এখন আমার আকাঙ্ক্ষা
ভিজবে না মোর ঘুমের বালিশ হতাশার বারতা
আটকে রবে না গলার কাছে আমার কান্না গুলো
চোখের জ্বলে ডুবে যাবে না কোণ বেদনার রংতুলি

You May Also Like Ayub Bachchu:
* Shukh
* Aami Je Kaar
* Beparta
* Haashpatale
* Manush Bonam Omanush


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Kemon Aacho - LRB

কেমন আছ
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  Shukh
Singer: Tutul
Year: 1993



Kemon Aachho Lyrics

আমি জানিনা তুমি কেমন আছ
আমি জানিনা কতদূরে আছ
কি করে তুমি ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেনো তুমি হারিয়ে গেছ

কেনো তুমি আমাকে একা করে দিয়ে গেলে আজ
জানিনা আমার কতটুকু ছিলো অপরাধ
কিছুই না জেনে
কিছুই না বুঝে
চলে গেছ
কি করে তুমি ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেনো তুমি হারিয়ে গেছ

ভেবে ভেবে তোমাকে সারাক্ষন কেটে যায় আমার
মাঝে মাঝে ভাবি আমি এই বুঝি তুমি এলে আবার
কিছুই না জেনে
কিছুই না বুঝে
চলে গেছ
কি করে তুমি ভুলে আছ আমাকে
ধীরে ধীরে কেনো তুমি হারিয়ে গেছ

You May Also Like Ayub Bachchu:
* Ki Aashate
* Joto Beshi
* Shukh
* Aami Je Kaar
* Beparta


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Gotokal Raate - LRB

গতকাল রাতে
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



to listen unplugged version of this song click here

Gotokal Raate Lyrics

গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস,
“আমায় ছাড়া আর কতদিন রবে?”॥

জানালার পাশে বুদ্ধি আমার
দুষ্টু হাসির সাহেব।
চাইলো ফেরত সবটুকু তার
দেনা পাওনার হিসেব॥

কার্নিশ থেকে হুশিয়ারি দিয়ে
বললো আমার প্রেম।
“নষ্ট করোনাকো পবিত্রতা
শেষবার শুধালেম!”॥

You May Also Like Ayub Bachchu:
* Khoniker Jonno
* Cholo Bodle Jaai
* Kemon Aachho
* Ki Aashate
* Joto Beshi



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Hashpatale - LRB

হাসপাতালে
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Hashpatale Lyrics

অসুস্থ আমি এক হাসপাতালে
শুন্য এ বুক কাঁদে ভিজিটিং আওয়ারে

একটি হাসি দেখার তরে আমার যত আশা
আত্মা ছাড়া আত্মীয়রা মিছে বাধে ভাসা
অপেক্ষা ভুলে গেছি ওষুধের ঘ্রাণে
সিরাপের তেতো স্বাদ অতৃপ্ত বুকে

ওয়ার্ড বয় নার্স গুলি আছে ভরসায়
কখনও মায়ের মত অশ্রু মোছায়
বৃদ্ধ ডাক্তার এসে মাঝে সাজে
মাথায় বুলিয়ে হাত জানতে চায়
কেমন আছি।

You May Also Like Ayub Bachchu:
* Manush Bonam Omanush
* Rupali Guitar
* Ekjon Jaaroj Shontan
* Bohudure
* Maake Bolish


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Cholo Bodle Jai - LRB

চল বদলে যাই
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Click to listen Cholo Bodle Jai (unplugged version)

Cholo Bodle Jai Lyrics

সেই তুমি, কেন এত অচেনা হলে?
সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?
কেমন করে এত অচেনা হলে তুমি?
কিভাবে এত বদলে গেছি এই আমি?
ও বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে-
চল বদলে যাই

তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কত রাত আমি কেঁদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও


যতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেইসব দিনগুলো
ভুলে যেতে আমি পারিনা

You May Also Like Ayub Bachchu:
* Kemon Aachho
* Ki Aashate
* Joto Beshi
* Shukh
* Aami Je Kaar


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Beparta - LRB

ব্যাপারটা
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Beparta Lyrics

হৃদয়ের তিরকলে শত শত ফুটো
অনায়াসে দুগ্ধকে বর্ষার মত
পাইনা এমন জন বলবো যাকে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে।

যেতে হবে বহুদুর টাকা নেই হাতে
সাথে নেই কোন সাথী বলবার তরে
তাকায় না কেউ আর পিছনে তো ফিরে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে।

খোলা বুকে ডাস্টবিন অট্ট হাসে
বলবার মত কেউ নেই মোর পাশে
একথা সবার যেন বলতে হবে
জানা নেই ব্যাপারটা বলবো কাকে।

কালো টাকা সাদা হয়, সাদা টাকা কালো
না দেখার ভান করে সরে পরা ভাল
তবুও বলতে চাই আমি মাঝে সাঝে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে।

বাতাসের নেই শেষ, সেই বাতায়নে
শ্বাস নিতে জ্বালা হয়, তবু বুক ভরে
নেই কোন পরিশেষ কষ্টের শেষে
ব্যাপারটা আমি তবে বলবো কাকে।

You May Also Like Ayub Bachchu:
* Haashpatale
* Manush Bonam Omanush
* Rupali Guitar
* Ekjon Jaaroj Shontan
* Bohudure


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Aami Je Kaar - LRB

আমি যে কার
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Shukh
Singer: Ayub Bachchu
Year: 1993



Aami Je Kaar Lyrics

ভোর রাতের নষ্ট প্রায় ভাতের মত
বিষাদ আমার ভালবাসা
টি স্টলে ষর পরা চায়ের মত
বিবর্ণ আমার প্রেম।
আর ডাস্টবিনের উচ্ছিষ্ট ময়লার মত
ছড়ানো ছিটানো আমার আবেগ
পঙ্গু ফড়িং এর মত থেমে থেমে উড়ে চলে
আমার অনুভুতি গুলো
বিরামহীন শ্যাওলা স্রোতের মত
জাগতিক অন্বেষণ আমার
হা হা হা হা

রঙচটা শেকর বনবাসী দেয়ালের মত
ঝরে পরে আমার ভাবনা বিশেষ
মাঝরাতে মুক্ত বাতায়নের মত
নিশ্চুপ আমার শুন্যতা...
সময়ের প্রতি উদাসী লোকাল ট্রেনের মত
ক্ষীণমান অপেক্ষায় রাখি প্রেমিকাকে

আমি যে কার, আমি যে আসলে কার মত
জানা হয়ে ওঠেনি এখনও।

You May Also Like Ayub Bachchu:
* Beparta
* Haashpatale
* Manush Bonam Omanush
* Rupali Guitar
* Ekjon Jaaroj Shontan


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Kareena Kapoor 2015

Kareena Kapoor arrives on stage to launch an ice cream bar at a high end hotel in New Delhi on February 18, 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor at Ciroc Filmfare Glamour and style awards in Mumbai on 26th February 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor photo shoot stills for GQ India magazine, issue March 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor showcases a creation by designer Anamika Khanna during the grand finale of the Lakme Fashion Week (LFW) summer/resort 2015 in Mumbai on March 22, 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor at Babita Kapoor's birthday in Mumbai on 20th April 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Gabbar Is Back is a vigilante action film directed by Krish and produced by Sanjay Leela Bhansali and Viacom 18 Motion Pictures. Featuring Akshay Kumar and Shruti Haasan in the lead roles. Suman Talwar, Sunil Grover and Jaideep Ahlawat appear in supporting roles with Kareena Kapoor in a cameo. The film is a remake of the 2002 Tamil film Ramanaa.  The film was released on 1 May 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor snapped in the club on 12th May 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor photo shoot in 15th June 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor photo shoot in 16th June 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor and Salman Khan during the trailer launch of their upcoming Hindi film 'Bajrangi Bhaijaan' in Mumbai on June 18, 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor snapped at Mehboob studio on 10th July 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor Khan snapped in Mehboob on 11th July 2015.
kareena-kapoor-2015

Kareena Kapoor Khan snapped in Mehboob on 13th July 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor with Salman Khan attend a promotional event for their forthcoming movie 'Bajrangi Bhaijaan' in New Delhi on July 14, 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Bajrangi Bhaijaan is a comedy-drama film written and directed by Kabir Khan, co-written by K. V. Vijayendra Prasad and Parveez Sheikh, and produced by Salman Khan and Rockline Venkatesh. It stars Salman Khan and Harshaali Malhotra in leading roles, with Nawazuddin Siddiqui and Kareena Kapoor in supporting roles. The film was released on 17 July 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor arrives to attend 'Provogue Mr India 2015" in Mumbai on July 23, 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Brothers is a sports drama film, based on Mixed Martial arts. The film directed by Karan Malhotra and produced by Dharma Productions, Lionsgate Films and Endemol India. The film is an official remake of the 2011 American film Warrior. It stars Akshay Kumar and Sidharth Malhotra in the lead roles with Jacqueline Fernandez, Jackie Shroff and Shefali Shah in supporting roles. Kareena Kapoor special appearance in song "Mera Naam Mary". The film released on 14 August 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor at Phantom screening with Saif Ali Khan in Sunny Super Sound on 22nd August 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor snapped post Lakme Fashion Week on 30th August 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor Khan at Shilpa Shettys Diwali party in Mumbai on 10th November 2015.
kareena-kapoor-2015

kareena kapoor on the cover of Harper's Bazaar bride 2015 magazine, issue December 2015.
kareena-kapoor-2015

Kareena Kapoor and Kangana Ranaut during a session on the day 1 of Hindustan Times Leadership Summit on December 4, 2015 in New Delhi, India.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor and Karisma Kapoor at Manish Malhotra's birthday bash in Mumbai on 6th December 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor with Saif Ali Khan at Anil Kapoor's birthday celebrations in Mumbai on 23rd December 2015.
kareena-kapoor-2015

Kareena Kapoor and Karisma Kapoor for midnight Christmas mass in Mumbai on 25th December 2015.
kareena-kapoor-2015

kareena-kapoor-2015

kareena-kapoor-2015

Kareena Kapoor and Saif Ali Khan at Christmas brunch by Shashi Kapoor in Mumbai on 25th December 2015.
kareena-kapoor-2015



Click image to go:
https://nadimall.blogspot.com/2013/07/kareena-kapoor-images.html

Share this post with your friends