Ekjon Jaaroj Shontan - LRB

একজন জারজ সন্তান
Lyrics: Bappy Khan
Band: LRB
Album:  Tobuo
Singer: Ayub Bachchu
Year: 1994

<

Ekjon Jaaroj Shontan Lyrics

পরিচয় নিয়ে প্রশ্নের ঝড় এলোমেলো হয় যখন
রক্ত মাখা উৎস খুঁজতে হয়রান একজন।
সচেতনাতার এই সমাজে ভালোবাসার মূল্য দিতে
নষ্ট বীর্য যার জঠরে জন্ম দিয়েছে কারো।

লজ্জা লুকাতে এই পৃথিবীতে সমাজের কাছে সতী বনে যেতে
সেই শিশুটিকে ফেলে দেয়া হলো আবর্জনার ময়লা চাদরে।
চিন্তা মুক্ত মেয়ের বাবা-মা বিয়ের পাত্র খোঁজে
সেই শিশুটি পরিনিত হয় জারজ সন্তানে।

নিঃসন্তান কোনো একজন কুড়িয়ে নিয়েছে তারে
বন্ধ্যা বউয়ের মলিন মুখে হাসি ফোটাবার তরে।
ভেবেছিলো তারা সব সুখ দেবে জড়ো করে ছেলেটিকে
শৈশব তার তবু কেটে গ্যাছে দরজা দরজাতে।

যৌবন তার গতানুগতিক একটি কাজের খোঁজে
চরিত্রহীন বাবার মত হতে চায়না সে।
অতীত যদিও কালো আধারীতে পিছ্‌পা হয়নি সে
যতদূর পারে জীবন চালায় দু'মুঠো খাবার পেতে।

বলি সেসব বাবা আর মা'কে ঠিকানা মেলেনি যাদের
ক্ষণিকের সুখে নষ্টামিতে সাবধানতা আনেন।।

দিন চলে যায় সেই ছেলেটির, সংসার চালাতে গিয়ে
দু'চোখ বুঁজে মাঝে মাঝে তবু
রক্তের উৎস খুঁজছে।
একজন জারজ সন্তান।

You May Also Like Ayub Bachchu:
* Bohudure
* Maake Bolish
* Noshto Korechhe Aamader
* 19 Kinba Kuri
* Aami Chai


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.