Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1915
Tui Phele Eshechhish Kaare Lyrics
তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার।তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার॥
যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি--
কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার॥
নদীর জলে থাকি রে কান পেতে,
কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে।
মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি,
যে পথ গেছে সন্ধ্যাতারার পারে মন, মন রে আমার॥
Tui Phele Eshechhish Kaare Singer
Hemanta Mukherjee
You May Also Like:
* Tumi Amay Dekechile
* Tumi Ektu Kebol Boste
* Tumi Jeyo Na Ekhoni
* তুমি কোন্ ভাঙনের
* তুমি কোন্ কাননের ফুল
Click on image to go:
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
No comments:
Post a Comment