Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1889
Notes: This was the first Rabindra Sangeet transmitted through the All India Radio on 26th December1927, 36 years after its composition. The legendary singer Pankaj Kumar Mullick has written in his book "Aamar jug aamar gaan", "I still remember, the first Rabindra Sangeet I had sung for the AIR was this beautiful song."
Emono Dine Taare Lyrics
এমন দিনে তারে বলা যায়এমন ঘনঘোর বরিষায়।
এমন দিনে মন খোলা যায়
এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে
তপনহীন ঘন তমসায়॥
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার
জগতে কেহ যেন নাহি আর॥
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব॥
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার।
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার॥
ব্যাকুল বেগে আজি বহে যায়,
বিজুলি থেকে থেকে চমকায়।
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়
এমন ঘনঘোর বরিষায়॥
Emono Dine Taare Singers
Rezwana Choudhury BannyaSrikanto Acharya
You May Also Like:
* Era Porke Aapon
* Eshechi Go Eshechi
* এসো আমার ঘরে
* Esho Eso Firey Eso
* Esho Eso Purushottom
Click on Image to go:
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
No comments:
Post a Comment