Rabindranath Tagore


Rabindranath Tagore ( রবীন্দ্রনাথ ঠাকুর )
Poet, Musician

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত এক কবি। মাত্র আট বছর বয়সে তিনি কাব্যরচনা শুরু করেন। তাঁর প্রকাশিত মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা ৫২। তবে বাঙালি সমাজে তাঁর জনপ্রিয়তা প্রধানত সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথ প্রায় দুই হাজার গান লিখেছিলেন। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস, ৯৫টি ছোটগল্প, ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সমগ্র রচনা রবীন্দ্র রচনাবলী নামে ৩২ খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়া তাঁর সামগ্রিক চিঠিপত্র উনিশ খণ্ডে প্রকাশিত হয়েছে। তাঁর প্রবর্তিত নৃত্যশৈলী "রবীন্দ্রনৃত্য" নামে পরিচিত।


Rabindra Sangeet ( রবীন্দ্রসঙ্গীত )


* Aachhe Dukkho Aachhe Mrittu ( আছে দুঃখ, আছে মৃত্যু ) - Bannya
* Aaguner Poroshmoni ( আগুনের পরশমণি ) - Bannya
* Aaha Aaji E Boshonte ( আহা, আজি এ বসন্তে ) - Bannya
* Aaha Tomar Shonge Praaner Khela ( আহা, তোমার সঙ্গে প্রাণের খেলা ) - Bannya
* Aaj Aakasher Moner Kothaa ( আজ আকাশের মনের কথা ) - Bannya
* Aaj Jochna Raate ( আজ জ্যোৎস্নারাতে ) - Bannya
* Aaj Khela Bhangar Khela ( আজ খেলা ভাঙার খেলা ) - Bannya
* Aaj Sraboner Purnimate ( আজ শ্রাবণের পূর্ণিমাতে ) - Bannya
* Aaji Bijono Ghore ( আজি বিজন ঘরে ) - Bannya
* Aaji Borishono Mukhorito ( আজি বরিষনমুখরিত ) - Bannya
* Aaji Dokkhino Pobone ( আজি দক্ষিণপবনে ) - Bannya
* Aaji Jhorer Raate ( আজি ঝড়ের রাতে ) - Bannya
* Aaji Joto Tara ( আজি যত তারা তব ) - Bannya
* Aaji Komolo Mukulo ( আজি কমল মুকুল ) - Bannya
* Aaji Megh Kete Gechhe ( আজি মেঘ কেটে গেছে ) - Bannya
* Aaji Ridoy Aamar ( আজি হৃদয় আমার ) - Srikanto
* Aaji Shaajher Jomunay ( আজি সাঁঝের যমুনায় ) - Bannya
* Aaji Shoroto Topone ( আজি শরততপনে ) - Bannya
* Aaji Srabon Ghono Gohon ( আজি শ্রাবণঘনগহন ) - Bannya
* Aakash Hote Aakash Pothe ( আকাশ হতে আকাশ-পথে ) - Bannya
* Aalo Aamar Aalo Ogo ( আলো আমার আলো ওগো ) - Bannya, Papiya, Sadi
* Aamar Bela Je Jay ( আমার বেলা যে যায় ) - Bannya 
* Aamar Dhala Gaaner Dhara ( আমার ঢালা গানের ধারা ) - Bannya
* Aamar Ei Poth Chawatei ( আমার এই পথ চাওয়াতেই ) - Bannya
* Aamar Hiyar Majhe (আমার হিয়ার মাঝে ) - Bannya
* Aamar Jaa Aachhe ( আমার যা আছে ) - Bannya
* Aamar Ki Bedona ( আমার কী বেদনা ) - Bannya
* Aamar Kontho Hote (আমার কণ্ঠ হতে ) - Bannya
* Aamar Mon Jokhon ( আমার মন যখন ) - Bannya
* Aamar Mon Kemon Korey ( আমার মন কেমন করে ) - Bannya
* Aamar Mon Maane Naa ( আমার মন মানে না ) - Bannya
* Aamar Moner Koner ( আমার মনের কোণের ) - Bannya
* Aamar Moner Majhe ( আমার মনের মাঝে ) - Bannya
* Aamar Mono Tumi ( আমার মন তুমি ) - Bannya
* Aamar Naa Bola ( আমার না বলা ) - Bannya
* Aamar Noyono Volano ( আমার নয়ন ভুলানো ) - Bannya
* Aamar Pothe Pothe ( আমার পথে পথে) ) - Bannya
* Aamar Praaner Manush ( আমার প্রাণের মানুষ ) - Sagar Sen
* Aamar Raat Pohalo ( আমার রাত পোহালো ) - Kishore Kumar
* Aamar Shesh Paranir ( আমার শেষ পারানির ) - Bannya
* Aamar Shokol Niye ( আমার সকল নিয়ে ) - Bannya
* Aamar Shokol Rosher ( আমার সকল রসের ) - Bannya
* Aamare Koro Jibono Daan ( আমারে করো জীবন দান ) - Bannya
* Aamaro Porano Jaha ( আমার পরান যাহা চায় ) - Bannya
* Aamay Thakte De ( আমায় থাকতে দে ) - Bannya
* Aami Chini Go Chini Tomare ( আমি চিনি গো )- Kishore Kumar
* Aami Jene Shune Bish (আমি জেনে শুনে বিষ) - Indrani Sen
* Aami Kaan Pete Roi ( আমি কান পেতে রই) - Bannya
* Aami Keboli Shopono (আমি কেবলই স্বপন) - Indrani Sen
* Aami Ki Gaan Gaabo ( আমি কী গান গাব ) - Bannya
* Aami Taarei Khuje (আমি তারেই খুঁজে) - Indrani Sen
* Aami Tomar Preme Hobo ( আমি তোমার প্রেমে হব ) - Bannya
* Aami Tomari Matiro Konna ( আমি তোমারি মাটির কন্যা ) - Bannya
* Aami Tomaro Shonge ( আমি তোমার সঙ্গে বেঁধেছি ) - Bannya
* Aami Tomay Joto ( আমি তোমায় যত ) - Bannya
* Aamra Tarei Jaani ( আমরা তারেই জানি ) - Bannya
* Aanondo Dhara Bohichhe ( আনন্দধারা বহিছে ) - Bannya
* Aar Naire Bela ( আর নাই রে বেলা ) - Hemanta
* Aasha Jawar Pother ( আসা-যাওয়ার পথের ) - Bannya
* Aay Tobe Shahochori ( আয় তবে সহচরী ) - Bannya
* Ajana Shur Ke (অজানা সুর কে ) - Bannya
* Amolo Dhabolo ( অমল ধবল ) - Bannya



* Baadolo Dinero Prothomo Kodomo ( বাদল দিনের প্রথম কদম ) - Bannya
* Baadolo Meghe Maadolo Baaje ( বাদল-মেঘে মাদল বাজে ) - Bannya
* Baajilo Kaharo Bina ( বাজিল কাহার বীণা ) - Bannya
* Baarota Peyechhi ( বারতা পেয়েছি ) - Bannya
* Bela Gelo Tomar ( বেলা গেল তোমার ) - Bannya
* Bimolo Aanonde Jaago ( বিমল আনন্দে জাগো ) - Bannya
* Bipulo Torongo Re ( বিপুল তরঙ্গ রে ) - Bannya
* Biroho Modhuro Holo ( বিরহ মধুর হল ) - Bannya
* Bishsho Bina Robe ( বিশ্ব বীণা রবে ) - Bannya
* Bodhu Kon Aalo ( বঁধু কোন্ আলো ) - Bannya
* Bolo Shokhi Bolo ( বলো সখী বলো ) - Bannya
* Bondhu Roho Roho ( বন্ধু রহো রহো ) - Bannya
* Bone Jodi Futlo Kushum ( বনে যদি ফুটল কুসুম ) - Bannya 
* Boro Bedonaro Moto ( বড়ো বেদনার মতো ) - Bannya
* Boshonte Aaj Dhorar ( বসন্তে আজ ধরার ) - Bannya



* Chader Hashir Baadh ( চাঁদের হাসির বাঁধ ) - Bannya
* Chhinno Patar Shajaye ( ছিন্ন পাতার সাজাই ) - Bannya
* Chitto Aamar Haaralo ( চিত্ত আমার হারালো ) - Bannya
* Chitto Pipashito ( চিত্ত পিপাসিত ) - Bannya
* Chokher Aaloy Dekhechhilem ( চোখের আলোয় দেখেছিলেম ) - Bannya
* Chorono Rekha ( চরণ রেখা ) - Bannya



* Daake Baaro Baaro Daake ( ডাকে বার বার ডাকে ) - Bannya
* De Pore De Aamay Tora ( দে পড়ে দে আমায় তোরা ) - Bannya
* De Tora Aamay ( দে তোরা আমায় ) - Bannya
* Dekho Dekho Shuktara ( দেখো দেখো শুকতারা ) - Bannya
* Delo Shokhi De ( দেলো সখী দে ) - Bannya
* Din Guli Mor Shonar ( দিনগুলি মোর সোনার ) - Kishore Kumar
* Din Jodi Holo ( দিন যদি হল ) - Kishore Kumar
* Dip Nive Geche ( দীপ নিবে গেছে ) - Bannya
* Dhire Dhire Bow Ogo ( ধীরে ধীরে বও ওগো ) - Bannya
* Din Pore Jaay Din ( দিন পরে যায় দিন ) - Bannya
* Dino Shesher Ranga Mukul ( দিন শেষের রাঙা মুকুল ) - Bannya
* Dubi Omrito Paathare ( ডুবি অমৃতপাথারে ) - Bannya
* Dui Ridoyero Nodi ( দুই হৃদয়ের নদী ) - Bannya
* Dure Kothay ( দূরে কোথায় ) - Bannya



* Ebaar Amaay Dakle ( এবার আমায় ডাকলে ) - Bannya
* Ebar Obogunthono Khulo ( এবার অবগুণ্ঠন খোলো ) - Srikanto
* Ebela Daak Porechhe ( এবেলা ডাক পড়েছে ) - Bannya
* Edin Aaji Kon ( এ দিন আজি ) - Kishore Kumar
* Ei Je Tomar Prem ( এই-যে তোমার প্রেম ) - Bannya
* Ei Kothati Mone Rekho ( এই কথাটি মনে রেখো ) - Kishore Kumar
* Ei Lovinu Shongo Tobo ( এই লভিনু সঙ্গ তব ) - Bannya
* Ei Monihar Amay ( এ মণিহার আমায় নাহি ) - Bannya
* Ei Udashi Haoar ( এই উদাসী হাওয়ার ) - Bannya
* Ekhono taare Chokhe ( এখনো তারে চোখে ) - Bannya
* Eki Aakulota Bhubone ( একি আকুলতা ভুবনে ) - Bannya
* Eki Maya Lukao ( একি মায়া লুকাও ) - Bannya
* Ektuku Chhoya Laagey ( একটুকু ছোঁওয়া লাগে ) - Bannya
* Ektuku Chhoya Laagey ( একটুকু ছোঁওয়া লাগে ) - Kishore Kumar
* Elem Notun Deshe ( এলেম নতুন দেশে ) - Bannya
* Elo Je Shitero ( এল যে শীতের ) - Bannya
* Emni Kore Jay ( এমনি ক'রেই যায় ) - Bannya
* Emono Dine Taare ( এমন দিনে তারে ) - Bannya
* Emono Dine Taare ( এমন দিনে তারে ) - Srikanto
* Era Shukher Laagi ( এরা সুখের লাগি ) - Sagar Sen
* Esho Esho Amar ( এসো এসো আমার ) - Bannya
* Esho Nipobone Chaya ( এসো নীপবনে ছায়া ) - Bannya
* Esho Shemolo Shundoro ( এসো শ্যামল সুন্দর ) - Bannya



* Faagunero Purnima Elo ( ফাগুনের পূর্ণিমা এল ) - Bannya


* Gaan Aamar Jaay ( গান আমার যায় ) - Bannya
* Gaanero Velay Bela ( গানের ভেলায় বেলা ) - Bannya
* Godhuli Gagone Meghe ( গোধূলিগগনে মেঘে ) - Bannya
* Gohono Ghono Chhailo ( গহন ঘন ছাইল ) - Bannya
* Gram Chara Oi ( গ্রাম ছাড়া ওই ) - Bannya



* Haar Mana Haar ( হার-মানা হার ) - Bannya
* Haay Go Bethay Kotha ( হায় গো, ব্যথায় কথা ) - Bannya
* Hela Phela Sharabela ( হেলাফেলা সারা বেলা ) - Bannya
* Hemonte Kon Boshonter-e ( হেমন্তে কোন্ বসন্তেরই ) - Bannya
* Hey Khoniker Otithi ( হে ক্ষণিকের অতিথি ) - Bannya
* Hey Mor Debota ( হে মোর দেবতা ) - Bannya



* Jaa Hobaar Taai Hobe ( যা হবার তা হবে ) - Bannya
* Jaani Jaani Holo ( জানি, জানি হল ) - Bannya
* Jaage Naatho Jochhona Raate ( জাগে নাথ জোছনারাতে ) - Bannya
* Je Kaadone Hiya Kaadichhe ( যে কাঁদনে হিয়া কাঁদিছে ) - Bannya
* Je Raate Mor Duar Guli ( যে রাতে মোর দুয়ারগুলি ) - Hemanta
* Jhore Jaay Ure Jaay Go ( ঝড়ে যায় উড়ে যায় গো ) - Bannya
* Jhoro Jhoro Borishe ( ঝরঝর বরিষে ) - Bannya
* Jibone Aamar joto Aanondo ( জীবনে আমার যত আনন্দ ) - Sagar Sen
* Jodi Prem Dile Naa Praane ( যদি প্রেম দিলে না প্রাণে ) - Bannya
* Jodi Taarey Naai Chini Go ( যদি তারে নাই চিনি গো ) - Bannya
* Jodi Taarey Naai Chini ( যদি তারে নাই ) - Kishore Kumar
* Jodi Tor Daak Shune ( যদি তোর ডাক শুনে ) - Kishore Kumar
* Jokhon Eshe Chhile ( যখন এসেছিলে) - Bannya
* Joleni Aalo ( জ্বলে নি আলো ) - Bannya
* Jotobar Aalo Jaalate ( যতবার আলো জ্বালাতে ) - Bannya
* Je Chhilo Amaar ( যে ছিল আমার ) - Bannya
* Jete Jete Chaynaa ( যেতে যেতে চায় না ) - Bannya
* Jodi Ei Amaro ( যদি এ আমার ) - Bannya
* Jokhon Porbe naa ( যখন পড়বে না মোর ) - Bannya



* Kaadale Tumi Morey (কাঁদালে তুমি মোরে) - Bannya
* Kata Bonobiharini ( কাঁটা বনবিহারিণী ) - Bannya
* Ke Dilo Aabar Aaghat (কে দিল আবার আঘাত) - Bannya
* Ke Uthe Daaki ( কে উঠে ডাকি ) - Bannya
* Kego Ontoro Toroshe ( কে গো অন্তর তরসে ) - Bannya
* Keho Kaaro Mon Bujhe Naa (কেহ কারো মন বুঝে না) - Bannya
* Keno Baani Tobo (কেন বাণী তব) - Bannya
* Keno Jaage Naa (কেন জাগে না) - Bannya
* Keno Je Mon-o ( কেন যে মন ) - Bannya
* Keno Pontho e ( কেন পান্থ এ ) - Bannya
* Ketechhe Ekela (কেটেছে একেলা)- Bannya

*
Khelaghor Baadhte Legechhi (খেলাঘর বাঁধতে লেগেছি) - Indrani Sen
* Ki Debo Tomay (কী দিব তোমায়) - Bannya
* Ki Dhoni Baaje ( কী ধ্বনি বাজে ) - Bannya
* Ki Shur Baaje ( কী সুর বাজে ) - Bannya
* Kichui To Holo ( কিছুই তো হল ) - Bannya
* Klanto Baashir Shesh Ragini (ক্লান্ত বাঁশির শেষ রাগিণী) - Bannya
* Kokhon Dile Poraye (কখন দিলে পরায়ে) - Bannya
* Kotha Baaire Dure (কোথা বাইরে দূরে) - Bannya
* Kotha Hotey Baaje ( কোথা হতে বাজে ) - Bannya
* Kotha Hotey Shunte Jeno (কোথা হতে শুনতে যেন) - Bannya
* Kothao Amar Harie ( কোথাও আমার হারিয়ে ) - Bannya
* Kotobaro Vebechinu ( কতবার ভেবেছিনু ) - Bannya

* Likhono Tomar Dhulay (লিখন তোমার ধুলায়) - Bannya
* Lukaale Bolei Khuje (লুকালে বলেই খুঁজে) - Bannya


*  Maayabono Biharini Horini ( মায়াবন বিহারিনী হরিণী ) - Kishore Kumar
* Megh Bolechhe Jaabo Jaabo (মেঘ বলেছে যাব যাব) - Bannya
* Megher Pore Megh ( মেঘের 'পরে মেঘ ) - Bannya
* Moddho Dine Jobe ( মধ্য দিনে যবে ) - Bannya
* Moddho Diner Bijon ( মধ্যদিনের বিজন ) - Bannya
* Modhu Gonghe Vora ( মধু গ(ন্ধ ভরে ) - Bannya

* Modhuro Boshonto Eshechhe (মধুর বসন্ত এসেছে) - Bannya

* Modhuro Modhuro Dhoni (মধুর মধুর ধ্বনি) - Bannya
* Momo Dukhero Shaadhono (মম দুঃখের সাধন) - Bannya

* Momo Mono Upobone ( মম মন-উপবনে ) - Bannya
* Mone Ki Didha ( মনে কী দ্বিধা ) - Bannya
* Mone Robe Kina ( মনে রবে কি না রবে ) - Suman
* Mor Probhaater Ei ( মোর প্রভাতের এই ) - Bannya

* Mor Ridoyer Gopono ( মোর হৃদয়ের গোপন ) - Srikanto
* Mor Shondhay Tumi ( মোর সন্ধ্যায় তুমি ) - Bannya
* Mor Vabonare ki ( মোর ভাবনারে কী ) - Bannya
* More Baare Baare Phiraale ( মোরে বারে বারে ফিরালে ) - Bannya

* Morilo Mori Amay ( মরি লো মরি ) - Bannya

* Mukhokhani Koro Molino ( মুখখানি কর মলিন ) - Bannya

* Naa Chaahile Jaare ( না চাহিলে যারে ) - Indrani Sen

* Naatho Hey Premo Pothe ( নাথ হে প্রেমপথে ) - Bannya
* Nibiro Amaa Timiro ( নিবিড় অমা-তিমির ) - Bannya
* Nil Nobo Ghone ( নীল নবঘনে ) - Bannya
* Nishithe Ki Koye ( নিশীথে কী কয়ে ) - Suman
* Nitto Tomar Je Phool ( নিত্য তোমার যে ফুল ) - Suman

* O Amaar Chaader ( ও আমার চাঁদের ) - Bannya
* O Chaad Chokher Joler ( ও চাঁদ চোখের জলের ) - Bannya

* O Chaad Tomay Dola ( ও চাঁদ তোমায় দোলা ) - Bannya

* O Je Maanena Maana ( ও যে মানে না মানা ) - Bannya
* O Jonaaki Ki Shukhe ( ও জোনাকী কী সুখে ) - Bannya
* O Keno Churi ( ও কেন চুরি ) - Bannya
* O Monjory ( ও মঞ্জরী ) - Bannya

* Ochena Ke Voy Ki ( অচেনাকে ভয় কী ) - Bannya
* Ochena Ke Voy Ki ( অচেনাকে ভয় কী ) - Srikanto
* Ogo Dakhin Haoa ( ওগো দখিন হাওয়া ) - Bannya
* Ogo Shono Ke ( ওগো শোনো কে ) - Bannya
* Ogo Shaotali Chele ( ওগো সাঁওতালি ছেলে ) - Bannya
* Ogo Tora Ke ( ওগো তোরা কে ) - Bannya
* Oi Aashono Tole ( ওই আসনতলের ) - Bannya

* Oi Maalotilota Dole (ওই মালতীলতা দোলে) - Bannya

* Oi Pohailo Timiro Raati (ওই পোহাইল তিমিররাতি) - Bannya
* Oli Baar Baar ( অলি বার বার ) - Bannya
* Onek Kotha Jao ( অনেক কথা যাও ) - Bannya

* Otho Otho Re (ওঠো ওঠো রে) - Bannya

* Paagla Hawar Badal ( পাগলা হাওয়ার বাদল ) - Bannya
* Paatar Vela Vashai ( পাতার ভেলা ভাসাই ) - Bannya
* Phool Bole Dhonno ( ফুল বলে ধন্য ) - Bannya
* Phoole Phoole Dhole ( ফুলে ফুলে ঢ'লে ) - Bannya
* Pothe Chole Jete ( পথে চলে যেতে ) - Bannya
* Praane Khushir Tufan ( প্রাণে খুশির তুফান ) - Bannya

* Praaner pran Jagichhe (প্রাণের প্রাণ জাগিছে) - Bannya
* Probhaate Bimolo Anonde (প্রভাতে বিমল আনন্দে) - Bannya
* Prochondo Gorjone Aashilo (প্রচণ্ড গর্জনে আসিল) - Bannya

* Protidino Tobo Gatha ( প্রতিদিন তব গাথা ) - Sagar Sen
* Pubo Hawate Dey ( পুব-হাওয়াতে দেয় ) - Srikanto
*  Purano Shei Diner Kotha ( পুরানো সেই দিনের কথা ) - Kishore Kumar
* Purno Chaader Maayay (পূর্ণ চাঁদের মায়ায়) - Bannya
* Rakho Rakho Re ( রাখো রাখো রে ) - Bannya
* Rangie Diye Jao ( রাঙিয়ে দিয়ে যাও ) - Bannya, Sadi
* Ridoy Amar Oi ( হৃদয় আমার ওই ) - Bannya
* Ridoyer Ekul Okul ( হৃদয়ের এ কূল ও কূল ) - Bannya
* Rimjhim Ghono Ghono ( রিম্ ঝিম্ ঘন ঘন ) - Bannya
* Rodono Vora E Boshonto ( রোদনভরা এ বসন্ত ) - Bannya
* Rong Lagale Bone ( রঙ লাগালে বনে ) - Bannya
* Rupshagore Dub ( রূপসাগরে ডুব ) - Bannya

* She Kon Boner ( সে কোন্ বনের ) - Bannya
* Shedin Amay Bolechhile ( সে দিন আমায় বলেছিলে ) - Bannya
*  Shoghono Gohono Raatri ( সঘন গহন রাত্রি ) - Kishore Kumar
* Shokhi Vabona Kahare ( সখী ভাবনা কাহারে ) - Bannya
* Shudhu Tomar Baani ( শুধু তোমার বাণী ) - Bannya
* Shukhe Aachi Sukhe ( সুখে আছি সুখে ) - Bannya
* Shukhe Amay Rakhbe ( সুখে আমায় রাখবে ) - Bannya
* Shunechi Tomaro ( শুনেছে তোমার ) - Bannya
* Srabonero Pobone ( শ্রাবণের পবনে ) - Bannya
* Srabono Tumi Batashe ( শ্রাবণ তুমি বাতাসে ) - Bannya

* Timiro Obogunthone ( তিমির-অবগুণ্ঠনে ) - Hemanta
* Tobo Premo Shudha ( তব প্রেম সুধা ) - Bannya
* Tobu Mone Rekho ( তবু মনে রেখো ) - Bannya
* Tomar Baash Kotha ( তোমার বাস কোথা ) - Bannya
* Tomar Gopon Kotha ( তোমার গোপন কথা ) - Bannya
* Tomar Holo Shuru ( তোমার হল শুরু ) - Bannya, Nijhu
* Tomar Shurer Dhara ( তোমার সুরের ধারা ) - Bannya
* Tomarei Koriachhi Jiboner ( তোমারেই করিয়াছি জীবনের ) - Sagar Sen
* Tomari Jhorna Tolar ( তোমারি ঝরনা তলার ) - Bannya
* Tomaro Dekha Pabo ( তোমার দেখা পাব ) - Bannya
* Tomay Gaan Shunabo ( তোমায় গান শোনাব ) - Bannya
* Tomay Notun Kore ( তোমায় নতুন করেই ) - Bannya
* Tui Phele Eshechhish Kaare ( তুই ফেলে এসেছিস কারে ) - Hemanta
* Tumi Hotath Haway ( তুমি হঠাৎ-হাওয়ায় ) - Bannya
* Tumi Je Shurer ( তুমি যে সুরের ) - Bannya
* Tumi Ki Keboli Chhobi ( তুমি কি কেবলই ছবি ) - Hemanta
* Tumi Kon Kanoner Phool ( তুমি কোন্ কাননের ফুল ) - Srikanto
* Tumi Kon Pothe ( তুমি কোন্ পথে ) - Bannya
* Tumi Kon Vangonero ( তুমি কোন্ ভাঙনের ) - Bannya
* Tumi Robe Nirobe ( তুমি রবে নীরবে ) - Bannya
* Tumi Shondhar Meghmala ( তুমি সন্ধ্যার মেঘমালা ) - Suman

* Valobashi Valobashi ( ভালোবাসি ভালোবাসি ) - Bannya
* Valobeshe Shokhi ( ভালোবেসে, সখী ) - Suman
* Venge Mor Ghorer ( ভেঙে মোর ঘরের ) - Bannya
* Vuboneshshor-o Hey ( ভুবনেশ্বর হে ) - Bannya



Rabindranath Tagore History

৭ই মে, ১৮৬১ কলকাতা, India জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী. রবীন্দ্রনাথের পূর্ব পুরুষেরা Bangladesh এর খুলনা জেলার রূপসা উপজেলা পিঠাভোগে বাস করতেন।

১৮৭৩ সালে বারো বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশভ্রমণে বের হন। প্রথমে তাঁরা আসেন শান্তিনিকেতনে। এরপর পাঞ্জাবের অমৃতসরে. শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান বক্রোটা (পাঞ্জাবের ডালহৌসি শৈলশহরের নিকট) । এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। দেবেন্দ্রনাথ তাঁকে বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদি সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ্ পাঠেও উৎসাহিত করতেন।

১৮৭৫ সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্ম্যাল স্কুল, বেঙ্গল অ্যাকাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন।কিন্তু বিদ্যালয়-শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তাঁর শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

১৮৭৭ সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হল মাইকেল মধুসূদনের "মেঘনাদবধ কাব্যের সমালোচনা", ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং "ভিখারিণী" ও "করুণা" নামে দুটি গল্প। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলির অনুকরণে "ভানুসিংহ" ভণিতায় রচিত। রবীন্দ্রনাথের "ভিখারিণী" গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।

১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী। রবীন্দ্রনাথ ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান । প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন।

১৮৭৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেকসপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেদিচি, কোরিওলেনাস এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তাঁর ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনাসহ প্রকাশিত হত য়ুরোপযাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে।

১৮৮০ সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন।

১৮৮১ সালে সেই পত্রাবলি য়ুরোপ-প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে ছাপা হয়। এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্যগ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ।

১৮৮২ সালে তিনি রচনা করেছিলেন সন্ধ্যাসংগীত কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা "নির্ঝরের স্বপ্নভঙ্গ" এই কাব্যগ্রন্থের অন্তর্গত।

১৮৮৩ সালের ৯ ডিসেম্বর (২৪ অগ্রহায়ণ, ১২৯০ বঙ্গাব্দ) ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর যার বাসস্থান ছিল ফুলতলা, খুলনা, বাংলাদেশ। তার কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী. রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), রথীন্দ্রনাথ (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)।

১৮৯০ সালে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। রবীন্দ্রনাথের অপর বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়। ডিসেম্বর মাসে পিতার আদেশে বাংলাদেশের কুষ্টিয়া জেলার শিলাইদহের কুঠিবাড়িতে চলে আসেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। জমিদার রবীন্দ্রনাথ শিলাইদহে "পদ্মা" নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তাঁর সম্মানে ভোজসভার আয়োজন করত।

১৮৯১ সালের জানুয়ারী তে বাংলাদেশের নওগা জেলার পতিসরের কাছারী বাড়ি যান। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর ১৮৩০ সালে এই জমিদারি ক্রয় করেন।

১৮৯০ থেকে ১৮৯৭ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর কাছারী বাড়ি যেতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। এই জমিদারী ১৮৪০ সালে নিলামে উঠলে রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুর মাত্র ১৩ টাকা ১০ আনায় ক্রয় করেন।

১৮৯১ থেকে ১৮৯৫ সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তাঁর সাহিত্যজীবনের এই পর্যায়টি তাই "সাধনা পর্যায়" নামে পরিচিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থের প্রথম চুরাশিটি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা। এই ছোটগল্পগুলিতে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের এক আবেগময় ও শ্লেষাত্মক চিত্র এঁকেছিলেন

১৯০১ সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৮৮ সালে একটি আশ্রম ও ১৮৯১ সালে একটি ব্রহ্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করলেন "ব্রহ্মবিদ্যালয়" বা "ব্রহ্মচর্যাশ্র" নামে একটি পরীক্ষামূলক স্কুল।

১৯০১ সালে নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়

১৯০২ সালের ২৩ সেপ্টেম্বর মাত্র ত্রিশ বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান।

১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর কন্যা রেণুকা মৃত্যু হয়

১৯০৫ সালের ১৯ জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর মৃত্যু হয়

১৯০৫ সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।

১৯০৬ সালে রবীন্দ্রনাথ তাঁর জ্যেষ্ঠপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য।

১৯০৬ সালে খেয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়

১৯০৭ সালে কনিষ্ঠা জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষিবিজ্ঞান শেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ।

১৯০৭ সালের ২৩ নভেম্বর কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের মৃত্যু হয়।

১৯১০ সালে তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়।

১৯১২ সালে ব্যক্তিগত চিকিৎসার জন্য তৃতীয়বার ইংল্যান্ডে গিয়ে ইয়েটস প্রমুখ কয়েকজন ইংরেজ কবি ও বুদ্ধিজীবীদের কাছে সদ্যরচিত গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ পাঠ করে শোনান। কবিতাগুলি শুনে তাঁরাও মুগ্ধ হয়েছিলেন। ইয়েটস স্বয়ং উক্ত কাব্যের ইংরেজি অনুবাদের ভূমিকাটি লিখে দিয়েছিলেন। এই ভ্রমণের সময়েই "দীনবন্ধু" চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে।

১৯১৩ সালে গীতাঞ্জলি (ইংরেজি অনুবাদ, ১৯১২) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ অ্যাকাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে।

১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'স্যার' উপাধি (নাইটহুড) দেয়।

১৯১৬-১৭ সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে রবীন্দ্রনাথ সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে কতকগুলি বক্তৃতা দেন। এই বক্তৃতাগুলি সংকলিত হয় তাঁর ন্যাশনালিজম (১৯১৭) গ্রন্থে। তবে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের বিরূপ মতামত উক্ত দুই দেশে সেই সফরকালে প্রত্যাখ্যাত হয়েছিল।

১৯২০-২১ সাল নাগাদ আবার ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান কবি। এই সফরের সময় পাশ্চাত্য দেশগুলিতে তিনি সংবর্ধিত হয়েছিলেন।
rabindranath-tagore

১৯২১ সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি-অর্থনীতিবিদ লেনার্ড নাইট এলমহার্স্ট, রথীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ "পল্লীসংগঠন কেন্দ্র" নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতিসাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ, সমবায় প্রথায় ধর্মগোলা স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা।

১৯২৩ সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন "শ্রীনিকেতন"। শ্রীনিকেতন ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্রতিবাদসর্বস্ব স্বরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা। উল্লেখ্য, রবীন্দ্রনাথ, গান্ধীর আন্দোলনের পন্থা-বিরোধী ছিলেন। পরবর্তীকালে দেশ ও বিদেশের একাধিক বিশেষজ্ঞ, দাতা ও অন্যান্য পদাধিকারীরা শ্রীনিকেতনের জন্য আর্থিক ও অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন।

১৯২৪ সালে রবীন্দ্রনাথ যান চীন সফরে। এরপর চীন থেকে জাপানে গিয়ে সেখানেও জাতীয়তাবাদবিরোধী বক্তৃতা দেন কবি।

১৯২৪ সালের শেষের দিকে পেরু সরকারের আমন্ত্রণে সেদেশে যাওয়ার পথে আর্জেন্টিনায় অসুস্থ হয়ে কবি ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে তিন মাস কাটান। স্বাস্থ্যের কারণে পেরু ভ্রমণ তিনি স্থগিত করে দেন। পরে পেরু ও মেক্সিকো উভয় দেশের সরকারই বিশ্বভারতীকে ১০০,০০০ মার্কিন ডলার অর্থসাহায্য প্রদান করেছিল।

১৯২ সালে পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখা করেন।
rabindranath-tagore

১৯২৬ সালে বেনিতো মুসোলিনির আমন্ত্রণে ইতালি সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্রথমে মুসোলিনির আতিথেয়তায় মুগ্ধ হলেও, পরে লোকমুখে তাঁর স্বৈরাচারের কথা জানতে পেরে, মুসোলিনির কাজকর্মের সমালোচনা করেন কবি। এর ফলে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছেদ পড়ে। এরপর রবীন্দ্রনাথ গ্রিস, তুরস্ক ও মিশর ভ্রমণ করে ভারতে ফিরে আসেন।
রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডন এবং ইংল্যান্ডের অন্যান্য অংশে যান।  ছবিটি লন্ডনে তার হোটেলের ছাদে ১২ ই আগস্ট, ১৯২৬ সালে তোলা।
rabindranath-tagore

১৯২৭ সালে সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ চার সঙ্গীকে নিয়ে রবীন্দ্রনাথ গিয়েছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, জাভা, কুয়ালা লামপুর, মালাক্কা, পেনাং, সিয়ামসিঙ্গাপুর

ছবিতে দেখা যাচ্ছে ১৯২৯ সালে তার ইউনিভার্সিটি বিশ্ব ভারতী, শান্তিনিকেতনে তার সেক্রেটারি কে নির্দেশনা দিচ্ছেন।
rabindranath-tagore

ছবিতে দেখা যাচ্ছে ১৯২৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কে ঘিরে ছাত্রছাত্রীরা তার ইউনিভার্সিটি - বিশ্ব ভারতী, শান্তিনিকেতনে।
rabindranath-tagore

১৯৩০ সালে কবি শেষবার ইংল্যান্ডে যান অক্সফোর্ডে হিবার্ট বক্তৃতা দেওয়ার জন্য। এরপর তিনি ভ্রমণ করেন ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।

হেলেন কেলার 1930 সালে নিউইয়র্কে ছবি তোলার সুযোগের জন্য বিখ্যাত কবি রবি ঠাকুর এর সাথে দেখা করেন।
rabindranath-tagore

১৪ ই জুলাই ১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইন এর পরিবার এর সাথে দেখা করতে যান কুপুথ। আইনস্টাইন এর স্ত্রী এলসা এবং তার মেয়ে মারগট সেখানে উপস্থিত ছিলেন।
rabindranath-tagore

rabindranath-tagore

rabindranath-tagore

১০ ই নভেম্বর ১৯৩১ সালে, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশনের নির্বাহী সচিব চেস্টার উইলিয়ামস, নিউইয়র্ক সিটিতে অ্যালগনকিন হোটেলে রবীন্দ্রনাথ ঠাকুর  সাক্ষাত্কার নেন।
rabindranath-tagore

১৯৩২ সালে ইরাক ও পারস্য ভ্রমণে গিয়েছিলেন কবি। এরপর ১৯৩৪ সালে সিংহলে যান রবীন্দ্রনাথ। এটিই ছিল তাঁর সর্বশেষ বিদেশ সফর।

জীবনের শেষ দশকে (১৯৩২-১৯৪১) রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়।
১৯৩২ - পুনশ্চ
১৯৩৩ - দুই বোন (উপন্যাস)
১৯৩৪ - মালঞ্চ (উপন্যাস), চার অধ্যায় (উপন্যাস )
১৯৩৫ - শেষ সপ্তক


১৯৩৫ সালে তোলা রবীন্দ্রনাথ ঠাকুর এর ছবি।
rabindranath-tagore

১৯৩৬ - শ্যামলী ও পত্রপুট
১৯৩৭ সালে শেষবারের মত বাংলাদেশের নউগা জেলার পতিসরের কাছারী বাড়ি যান।
১৯৩৭ সালে প্রকাশিত হয় তাঁর বিজ্ঞান-বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্বপরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেছিলেন। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তাঁর অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তাঁর কাব্যেও।
১৯৩৭ - সে (গল্পসংকলন )
১৯৩৭ সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠেন।
১৯৩৯ – শ্যামা (গ্রন্থ), চণ্ডালিকা (নৃত্যনাট্যত্রয়ী)
১৯৪০ - তিন সঙ্গী (গল্পসংকলন )


১৮ ই ফেব্রুয়ারী ১৯৪০, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এর সাথে শান্তিনিকেতনে দেখা করেন।
rabindranath-tagore

১৯৪০ সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি। এই সময়পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যুচেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন।

১৯৪১ - গল্পসল্প (গল্পসংকলন )

দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।


Click image to go:

Share this page with your friends


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.