Lyrics & Music written by: Rabindranath Tagore
Written in: 1918
Tomari Jhorna Tolar Lyrics
তোমারি ঝরনাতলার নির্জনেমাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন্ ক্ষণে ॥
রবি ওই অস্তে নামে শৈলতলে,
বলাকা কোন্ গগনে উড়ে চলে--
আমি এই করুণ ধারার কলকলে
নীরবে কান পেতে রই আনমনে
তোমারি ঝরনাতলার নির্জনে ॥
দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে,
মেটে বা নাই মেটে তা ভাবব না আর তার তরে
সারাদিন অনেক ঘুরে দিনের শেষে
এসেছি সকল চাওয়ার বাহির-দেশে,
নেব আজ অসীম ধারার তীরে এসে
প্রয়োজন ছাপিয়ে যা দাও সেই ধনে
তোমারি ঝরনাতলার নির্জনে ॥
Tomari Jhorna Tolar Singer Rezwana Choudhury Bannya
You May Also Like:
* তুমি যে সুরের
* Tumi Ke Go Sokhire Keno
You May Also Like Porjay:Puja, Upo-Porjay:Jaagoron
* Aaji Nirbhoynidrito
* Baajao Tumi Kobi
* বিমল আনন্দে জাগো রে
Click on Image to go
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment