Megher Pore Megh - Bannya

মেঘের 'পরে মেঘ
Lyrics & Music written by: Rabindranath Tagore
Written in: 1909



Megher Pore Megh Lyrics

মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥

Megher Pore Megh Singer
Rezwana Choudhury Bannya
rezwana-choudhury-bannya

You May Also Like:
* Megher Kole Kole Jay
* মধু-গন্ধে ভরা
* মম মন-উপবনে
* Mon Mor Megher Songi
* Mone Holo Periye Elem

Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
We will be proud to see you in the Facebook group



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.