Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1910
Aamar Praaner Manush Lyrics
আমার প্রাণের মানুষ আছে প্রাণেতাই হেরি তায় সকল খানে ॥
আছে সে নয়নতারায় আলোকধারায়, তাই না হারায়—
ওগো তাই দেখি তায় যেথায় সেথায়
তাকাই আমি যে দিক-পানে ॥
আমি তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
শোনা হল না, হল না—
আজ ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি তাহার বাণী আপন গানে ॥
কে তোরা খুঁজিস তারে কাঙাল-বেশে দ্বারে দ্বারে,
দেখা মেলে না মেলে না,—
তোরা আয় রে ধেয়ে দেখ্ রে চেয়ে আমার বুকে—
ওরে দেখ্ রে আমার দুই নয়ানে ॥
Aamar Praaner Manush Singers
Sagar SenYou May Also Like:
* Aamare Ke Nibi Bhai
* Aamare Paray Paray
* Aami Jakhan Chilem Andho
* আমি কান পেতে রই
* Aami Tarei Jani
Click on Image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment