Lyrics & Music written by: Rabindranath Tagore
Written: 1914
Aamar Hiyar Majhe Lyrics
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি, আমার হৃদয়-পানে চাই নি ॥
আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়--
আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের গানে
সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাই নি ॥
Aamar Hiyar Majhe Singer
Rezwana Choudhury Bannya
![Rezwana Choudhury Bannya rezwana-choudhury-bannya](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivf__CwiliQFGOVNfBa7k44PiBFAwWXjaGDZJuKyc9uSX4Llhh21XRkTptfCSZpM5z9BKJGqgFqsi_EC2hY0WZh_agObmn71fO6NkXFzDJx9fdTSHBAU9T9JSaGOb1iZgOS_EpeJRHIV_d/s1600/bannya-songs10.jpg)
You May Also Like:
* Aamar Khela Jakhon Chillo
* Aamar Maajhe Tomari Maya
* আমার না বলা
* Aamar Obhimaner Badale
* Aamar Ridoy Tomar Apon
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment