Tomar Binaay Gaan - Bannya

তোমার বীণায় গান
 

Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: ৬ এপ্রিল, ১৯২৩

Tomar Binaay Gaan Lyrics

তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো
সে দিন সে তো জানে না কেউ   আকাশ ভরে কিসের সে ঢেউ
তোমার সুরের তরী আমার রঙিন ফুলে কূল নিল গো
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ'রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ'রে
গান তবু তো গেল ভেসে,   ফুল ফুরালো দিনের শেষে
ফাগুনবেলার মধুর খেলায় কোন্‌খানে হায় ভুল ছিল গো

Tomar Binaay Gaan Singers
Rezwana Choudhury Bannya

You May Also Like Porjay- Prem, Upo-porjay- Prem-Boichitra
* Tomar Boishakhe Chilo
* Tomar Giti Jagalo Smriti
* তোমার গোপন কথা
* Tomar Moner Ekti Kotha
* Tomar Payer Tolay




Click on Image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment