Lyrics & Music written by: Rabindranath Tagore
Written: 1894
Lyrics:
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-'পরে
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে॥
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে॥
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে॥
Singer:
Rezwana Choudhury Bannya

You May Also Like:
* বারতা পেয়েছি
* Baashori Bajate Chahi
* Bedonay Bhore Giyeche
* ভালোবাসি ভালোবাসি
* Bhalobeshe Jodi Shukh Nahi
Click on image to go:
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
No comments:
Post a Comment