Lyrics & Music written by: Rabindranath Tagore
Year: 1914
Mor Probhater Ei Lyrics
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানিতুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি ॥
সে যে দিনের বেলায় করবে খেলা হাওয়ায় দুলে,
রাতের অন্ধকারে নেবে তারে বক্ষে তুলে--
ওগো তখনি তো গন্ধে তাহার ফুটবে বাণী ॥
আমার বীণাখানি পড়ছে আজি সবার চোখে,
হেরো তারগুলি তার দেখছে গুনে সকল লোকে।
ওগো কখন সে যে সভা ত্যেজে আড়াল হবে,
শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে--
যখন তুমি তারে বুকের 'পরে লবে টানি ॥
Mor Probhater Ei Singers
Rezwana Choudhury Bannya
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2pKaDPftB507RtcdgLHSe2QsHbAVrijYtfhenuNktJpc6EMm7OyiwesYPn0a-iTBYC5Ss7o3AsYu0M7br6wbqyJ31QjlF8pZv3BklSPrCRK3PJRMjQJm_65Qx3-z7tUOvTa3pAR6N2JuI/s1600/bannya-songs06.jpg)
You May Also Like:
* মোর হৃদয়ের গোপন
* O Akuler Kul O Agotir Goti
* Oder Sathe Melao Jara
* Ondhakarer Majhe Amay
* Oshim Dhon To Ache Tomar
Click on Image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment