Dhor Dhor Dhor Chor - LRB

ধর! ধর!! ধর!!! চোর
Lyrics:
Band: LRB
Album:  Mon Chaaile Mon Paabe
LRB-Mon-Chaile-Mon-Pabe

Singer: Ayub Bachchu
Year: 2001



Dhor Dhor Dhor Chor Lyrics

ধর! ধর!! ধর!!!
ধর! ধর!!
ধর! ধর!! ধর!!! চোর


জ্ঞান চুরি করে কেউ নিতে পারে না
ধন চুরি করে নিয়ে যায় কেউ
মন চুরি করে পালিয়ে গেলে পরে
প্রেমিক প্রেমিকা ছুটে সাধুর দরবারে
পাছে লোকে কিছু বলে আমি জানিনা
Black or white কি আমি কিছু মানিনা
আমার এই গান শুধু তাদের এই জন্য
জীবন চালাতে যারা মরিয়া ধন্য


যত বড় কেইস চলে ফেইস টু ফেইস
লাভ কিছু নেই সব গোপনে শেষ
সরল মানুষ যারা গা বাঁচিয়ে চলে
তাদের পক্ষে এ বি এল আর বি
চিৎকার করে বলে


ধর! ধর!! ধর!!!
ধর! ধর!!
ধর! ধর!! ধর!!! চোর


সাধ আছে তবে সাধ্যের কড়ি নেই
সোনার চাবিটা কোমরেতে বাঁধা নেই
পুকুরটা না পারি ডোবাটাতো বাঁচাবো
কাকে দিয়ে শুরু করি কাকে যে ধরবো
যাযাবর জীবনে জীবনতো নেই
মান জ্ঞান হুশ বলে এমনতো কিছু নেই
এই প্রজন্মের দাবি তো একটা
জ্ঞান দিয়ে হলে বাঁচাবে দেশটা


শত শত মুখ মিছিলের স্রোতে
মাথাব্যথা নেই কারো যেন তাতে
এই চাই ওই চাই জবাবটা পেতে চাই
মাথামোটা লোক বলে লাভ নাই লাভ নাই
মালতীরা মরে যাত্রার প্যান্ডেলে
জীবনের দাবি ঘুরে দু টাকার স্যান্ডেলে
খুশি হয়ে যায় ওরা কটা টাকা পেলে
মাথামোটা লোকটা থাকে বেশ হেসে খেলে



Click on image to go:



গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.