Happy - LRB

হ্যাপি
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Happy Lyrics

"আবার এলো যে সন্ধ্যা ..."

যার মুখ ভরা ছিল মিষ্টি হাসি
যার চোখ জুড়ে ছিল সরলতা
যার কণ্ঠ জুড়ে ছিল "এই নীল মনিহার"
যার দুহাতে বেজে উঠতো পিয়ানো গীটার
যে ছিল এক সঙ্গীত পূজারি

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

"এই নীল মনিহার"

প্রথম পরিচয়ে হ্যাপিকে সবাই
খুব আপন করে নিত সহজেই
হ্যাপি ছিল তাদেরই একজন
যারা হিংসা বিদ্বেষ এড়িয়ে চলে
তবুও কোথাও যেন হ্যাপির মন
বড় দুঃখ ছিল তাই গেয়ে গেল
"এই পৃথিবীর বুকে আসে যারা
নেই কি কোন তাদের আশা
আমি একা হলেও নাকি দিশেহারা"

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

হ্যাপি ছিল উদার সাগরের মত
তাই সবার বিপদে দিত হাত বাড়িয়ে
সমাধান হলে শেষ ধীরে ধীরে সকলে
হ্যাপির হাত টা নিত ছাড়িয়ে

কোন এক অজানা ব্যথা নিয়ে বুকে
আমাদের ছেড়ে হ্যাপি চলে গেছে
সুরে সুরে কিছু কথা কিছু ব্যথা
গান করে রেখে গেছে আমাদের কাছে

"আজ আছি কাল নেই অভিযোগ রেখো না
অধরের ঐ হাসি মুছে ফেল না"

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

You May Also Like Ayub Bachchu:
* Adda
* Tomar chithi
* Retired Father
* Pension
* Sriti Niye


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment