Bankar - LRB

বাংকার
Lyrics: Latiful Islam Shibly
Album: Shopno

Singer: Tutul
Year: 1996

 


Bankar Lyrics

জ্বালা ধরা চোখ ট্রিগারে আঙ্গুল
সীমান্তে সতর্ক যোদ্ধা
কবরের বুনো ঝোপ নিশ্চুপ
বিউগলে সকরুণ শ্রদ্ধা।

বারুদের গন্ধে ভেসে উঠে
প্রিয়ার পরশের লজ্জা
নিমিষে যোদ্ধার ক্লান্তি
বাংকার হল ফুল শয্যা
জং ধরা হেলমেটে শ্যাওলা
যোদ্ধার সারা মুখে ধ্বংস
পাতাহীন বৃক্ষের মগ ডাল
দুঃসহ বেদনার অংশ।

পতাকার আঁচলে হাত বারালেই;
ধরা দেয় পোড়া হাড়-মজ্জ্যা
নিমিষে যোদ্ধার ক্লান্তি
বাংকার হল ফুল শয্যা
নির্জন আধারের দেয়ালে
রাইফেল ধরা হাত শক্ত
ঝরে পরা শিশিরের শব্দে
কেঁদে উঠে যোদ্ধার রক্ত।


তারপর থেমে গেছে যুদ্ধ
কেউ রাখেনি যোদ্ধার খবর
এক বুক বিষাদের বাংকার
হয়ে গেছে যোদ্ধার কবর।

You May Also Like Ayub Bachchu:
* Ridoyer Bhogoban
* Dukhini Raate
* Shara Raat Tumi - Stars Two
* Feere Feere - Capsule 500 Mg
* Hashte Dekho - Capsule 500 Mg


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment