Lyrics:
Album: তারা ভরা রাতে
Singer: Ayub Bachchu
Year: 1998
Meghnad Mojumder Lyrics
শৈশবে এক শান্ত শিশুএরপর দুরন্ত বালক
কৈশোরে বেপরোয়া কিশোর
পরে প্রতিবাদী এক যুবক
যুদ্ধের আগুনে তিনি হারিয়েছেন
একটি পা একটি পা
ক্র্যাচে ভর করে এখন তার
চলাফেরা আর পারাপার
৭১ এর মুক্তিযোদ্ধা
তিনি মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
অস্ত্র ধরা হাতে বোবা শলে আজ
স্বজনহারা অসহায় একজন
শুধু পরে আছেন
পঙ্গু পায়রার মতন
আজ তিনি যেন ভারি এক বোঝা
সমাজের সবার কাছে
৭১ এর মুক্তিযোদ্ধা
তিনি মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
উন্নত মমশির হয়ে গেছে নত
অবসর থেকে তার অবহেলা যত
স্বপ্ন যা ছিল সব হয়ে গেছে ব্যথা
কখনও কখনও চাপা কষ্টে
জ্বলে জ্বলে আবার ওঠে
৭১ এর মুক্তিযোদ্ধা
তিনি মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
মেঘনাথ মেঘনাথ মেঘনাথ মজুমদার
You May Also Like Ayub Bachchu:
* Chokher Joler Rong - Mehedi Ranga Haat
* Shunnota Aar Ondhokar - Firey Aay
* Je Raate Raat - Firey Aay
* Ekdin - Firey Aay
* Tomake Deke Deke - Ekti Golap
You May Also Like Album - Taara Bhora Raate:
* Taara Bhora Raate - Ayub Bachchu
* It's Makes No Sense - Charu
* Ek Buk Bedona - Azam Khan
* 23 October - Shahidul Islam Tutul
* Dure Kothao - Jhalak
* Shoron Koro - Partha
* Mon Chaay - Foysol Siddiqie Bogie
* Fele Aasha Din - Nasim Ali Khan
* Janalay Boshe - Nakib Khan
* E Desh Aamar - Charu - Tutul
* Aadhare Chilam - Ayub Bachchu
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment