Shara Ghor Jure - Bachchu

সারা ঘর জুড়ে
Written By: Hena Islam
Music By: Ayub Bachchu
Album:  Rokto Golap
rokto-golap-ayub-bachchu
Year: 1986
Singer: Ayub Bachchu



Shara Ghor Jure Lyrics:

সারা ঘর জুড়ে কান্না আমার
বাঁশির মতো বাজে
জোছনার আলো হারিয়ে গেছে
আঁধার ঘরের মাঝে।

খুঁজে বেড়াই সেই
পলাতক ভালবাসা
আঘাতের উপসম দিয়ে।।
যে গেছে হারিয়ে
অশ্রু ঝরিয়ে দিয়ে
নিশীথ আঁধারেই।

সারা ঘর জুড়ে কান্না আমার
বাঁশির মতো বাজে

আকাশে বাতাসে তা
স্মৃতি গুলো পাখি হয়ে
বেদনার সুবাস দিয়ে।।
আমাকে কাঁদায়ে
কান্না আমার হয়ে
নিশীথ আঁধারেই।

সারা ঘর জুড়ে কান্না আমার
বাঁশির মতো বাজে


You May Also Like Ayub Bachchu:
* Buker Agun
* Amar Ichche
* Kobitar Boi
* Moyna
* Ke Bole


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.