Hoyto Kothao - Ayub Bachchu

হয়তো কোথাও
Lyrics: Maruf Ahmed
Album: Koshto
Singer: Ayub Bachchu
Year: 1995



Hoyto Kothao Lyrics

ঠিক দুবছর আগে
এই নষ্ট পৃথিবী ছেড়ে
কালো এক ক্যান্সারে
চলে গেছি বহু দূরে


না হয় সে আমি নেই বেঁচে
তুমি তবু দেখ খুঁজে।
হয়তো কোথাও পাবে আমাকে

হয়তো কোথাও পাবে আমাকে

বুক সেলফের অগোছালো বইয়ে
সিগারেটের নিঃস্ব অভিমানি ছাইয়ে
তোমার ঘরের চার দেয়ালের মাঝে
বিরক্তিকর দুপুর আর সাঁঝে

খোলা জানালার নীল পর্দায়
আমাদের প্রিয় রুপালী সন্ধ্যায়
পরে থাকে পিতলের এ্যাশট্রেতে
তারাদের কথোপকথনের
এই রাতে


ডাইরির ছেঁড়া কোন নিশ্চুপ পাতায়
মাঝ রাতে কখনো কারো কেঁদে উঠায়
পুরনো হয়ে যাওয়া ছবির ফ্রেমে
নীল আকাশ আর রংধনুর প্রেমে

রোদ জরানো কোন শান্ত দুপুরে
মাতাল করা সেই গানের সূরে
অবুঝ কিশোরীর এক অজানা সুখে
তোমার কান্না জমে থাকা বুকে

You May Also Like Ayub Bachchu:
* Aamio Manush
* Bohudur Jete Hobe
* Aamar Jibon
* Ridoyer Punorbashon
* Vishon Betha


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.