Locjon Kome Geche - Ayub Bachchu

লোকজন কমে গেছে

 

Lyrics: Ayub Bachchu and Bappi Khan
Album: Dhun

Singer: Ayub Bachchu
Year: 1997


Locjon Kome Geche Lyrics

বাপ মরা অসহায় একটি ছেলে
ঘরকুনো স্বভাবের পড়ুয়া সে যে
খোঁজ নেই এলাকার দুর্ঘটনায়
থমথমে চারিদিক সন্ধ্যাবেলায়
দলাদলি রেষারেষি ফলাফল খুন
এলাকায় এলোমেলো সবার জীবন
লোকজন কমে গেছে রাস্তাঘাটে
ধরাধরি চলছে সমান তালে

স্বপ্নটা ভেঙ্গে গেলো সেই ছেলের
নিরপরাধ হয়েও অপরাধী হয়েছে
সবাই জানে ফিরে আসবে একদিন
টকটকে লাল চোখ জোড়া ক্ষোভ নিয়ে
দলাদলি রেষারেষি আবার শুরু হবে
আবারও শান্ত কোন ছেলে চলে যাবে জেলে

প্রতীক্ষায় বসে আছে তার মা
ছেলের ফেরার পথে তাকিয়ে থাকা
হঠাৎ বুকেতে জাগে ভীষণ ব্যথা
অশুভ চিন্তায় মনে হৃদয় কাদা
ব্যাকুল মায়ের মন মানেনা বারণ
কোথায় হারিয়েছে তার আপনজন

You May Also Like Ayub Bachchu:
* Shaare Tin Haat Maati
* Bhalo Laagena
* Maajhraate
* Roddur Jaanena
* Projapoti; Projapoti


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment