Pagol - Ayub Bachchu

পাগল
Lyrics: Bappi Khan
Album: Chamak

Singer: Ayub Bachchu
Year: 1994

<

Pagol Lyrics

দুচোখ যখনই খোলে তখনই সকাল
খিদায় সে বুকে বাজে উথাল পাথাল
তখন যে ভাবেই হোক লাগবে খাবার
ভয় টয় দেখিয়ে করবে জোগার
উলঙ্গ বেশ বাশে কাটে সারা বেলা
পানি আর সাবানের নেই ঝামেলা
তাকায় না অনেকে লজ্জা ঘৃণাতে
সর্বত্র অবহেলা অনেকের চোখে
কাটতে হয়না নোখ দাড়ি গোঁফ কিছু
মাঝেসাঝে দুষ্টে রা নেয় তার পিছু
পাগল পাগল

সারাক্ষণ গুনগুন আপন ভাষায়
বিধাতার সাথে এক বোঝা পড়ায়
সারাক্ষল দাবা খেলা এই দুনিয়ায়
নেইতো পাগলের বড় সহায়
পাগল পাগল

সরকার জনগন কোটিকোটি অনশন
তর্জন গর্জন সাদাকালো ইলেকশন
দুখবোধ পাপবোধ অপমান রাগ ক্ষোভ
জীবনের কাছে তার নেই কোন অর্জন
পাগল পাগল

You May Also Like Ayub Bachchu:
* Neel Molat - Chamok (1994)
* Ghumonto Shohore
* Bhranto Pothik
* Shukhi Chhele
* Baily Roade


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.