Bachaao Bidhata - Ayub Bachchu

বাচাও বিধাতা
Lyrics:  মোসাদ্দেক সরকার রাজন
Album: Bachao Bidhata
bachao-bidhata

Singer: Ayub Bachchu
Year: 1998
Comment: ১ টি গানের ক্যাসেট। গানটি ১৯৯৮ এর বন্যা দুর্গতদের উদ্দেশে গাওয়া। আইয়ুব বাচ্চু, এর থেকে প্রাপ্ত অর্থ, বন্যা দুর্গতদের সাহায্যে দিয়েছিলেন।



Bachaao Bidhata Lyrics

আবারও বন্যার জলে ভেসেছে এই দেশ
দুর্গত মানুষের হাহাকার ধ্বনিত আকাশ বাতাস
কেবা যাবে আজ
সবাই মিলে দুহাত তুলে করো প্রার্থনা
বাচাও বাচাও বিধাতা
বাচাও বাচাও বিধাতা

টেকনাফ থেকে তেতুলিয়া
রূপসা হতে পাথারিয়া
শহর বন্দর নগর গ্রামে
মুসলিম হিন্দু খ্রিস্টান
বৌদ্ধ সবার যার যার
রয়েছে প্রভুই একই খাতায়
বাচাও বাচাও বিধাতা
বাচাও বাচাও বিধাতা

মানুষের পাশে এই দুর্যোগ কালে দাড়াও মানুষ
যার যার কাছে তাই নিয়ে এগিয়ে এসো
ক্ষতি গ্রস্থের ক্ষতি ভাগ করে নিয়ে মানুষ
দাড়াও মানুষের পাশে হয়ে মানুষ
বাচাও বাচাও বিধাতা
বাচাও বাচাও বিধাতা

You May Also Like Ayub Bachchu:
* Ekti Shotto
* Aakash Kaade, Baatash Kaade
* Chouddo Purusher Bhumidash
* Borobabu Master
* Ek Jhak Payra


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.