Borobabu Master - Ayub Bachchu

বড়বাবু মাস্টার

 

Lyrics:  লতিফুল ইসলাম শিবলী
Album: সময়

Year: ১৯৯৯
Singer: আইয়ুব বাচ্চু


Borobabu Master Lyrics

ট্রেন আসে চলে যায় ট্রেন
কোলাহল থেমে গেলে তিনি বসে ভাবেন
ভেঙ্গে পড়া শরীরের শীর্ণ আঙ্গুলে
গুনে গুনে বয়সের হিসেব রাখেন

জীবনের শেষ ট্রেন তাকে নিয়ে যেতে
কত বাকি আর
মধুপুর স্টেশনের সবার প্রিয়
বড়বাবু মাস্টার

স্টেশনের ঝোলানো ঘণ্টা থেকে
ঢং ঢং যখন বাঁজে
ইদানিং তিনি বড় চমকে উঠেন
জীবনের এই ক্লান্ত সাঁঝে।

কত নিশুতি রাতে শূন্য প্লাটফর্মে
নিঃসঙ্গ করে স্মৃতি চারণ
বহুদূরে জ্বলে থাকা সিগন্যাল বাতি
তার হৃদয়ে তোলে আলোড়ন।

You May Also Like Ayub Bachchu:
* Ek Jhak Payra
* Shomoy
* Biborno Bhalobasha
* Dukkho Koro Olongker
* Shob Aalo Niviye Diye


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment