Shobuj Ghor - Ayub Bachchu

সবুজ ঘর

 

Lyrics: শান্তনু
Album: Tone and Tune (TNT)
TNT

Singer: Ayub Bachchu
Year: 1999


Shobuj Ghor Lyrics

বিছনায় শুয়ে শুয়ে আছে একটি মানুষ
চাঁদের নিঃসঙ্গ আলোয় ভরে গেছে
সবুজ ঘর

নিরব অভিমানি ভালোবাসা
বাসা বেঁধেছে অন্য কোথাও
দূরে বহুদূরে বিবর্ণ প্রেম চুপকে কাঁদে
আশাহীন ভরসায় ভিজে যার
নিশি উৎসব হয়ে যায়


ভেঙ্গে গেছে সবকিছুই
জোড়া লাগালেও তা রয়ে যায়
তবু স্বপ্নগুলো যেন
চাদের আলোয় নতুন করে জন্ম নেয়

বন্দরে মানুষ কে ঘুমায়
ঘুমায় নিজের প্রেম
দূরে বহুদূরে বিবর্ণ প্রেম চুপকে কাঁদে
আশাহীন ভরসায় ভিজে যার
নিশি উৎসব হয়ে যায়

You May Also Like Ayub Bachchu:
* Keu Bhalobeshe Kachey - TNT
* Nil Shagorer Himel Baatash - TNT
* Kotodin Dekheni Duchokh - Ekhono Duchokhe Bonna
* Ektai Mon - Oporichita
* Kichhu Aasha - Oporichita


You May Also Like Album "TNT":
* Shobuj Ghor - Ayub Bachchu
* Keu Bhalobeshe - Ayub Bachchu
* Nil Shaagorer - Ayub Bachchu
* Ei Raate - James
* Shoishob - James
* Paaharer Churaay - Hasan
* Sono Pothik - Partha
* Jong Dhorey - Partha
* Ei Diney - Pancham
* Nil Jochhona - Ashiquzzaman Tulu
* Tumi Aamar - Ashiquzzaman Tulu


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment