Bela Sheshe - Ayub Bachchu

বেলা শেষে

 

Lyrics: Prince Mahmud
Original Lyrics Written By: Ehsan
Comment: অরিজিনাল গান্ টি লিখেছেন এহসান ১৯৯৩ এর দিকে "From West" ব্যান্ড এর জন্য, যার ভোকাল ছিলেন প্রিন্স মাহমুদ। ১৯৯৮ তে প্রিন্স মাহমুদ গানটির প্রথম অংশ ঠিক রেখে পরের সব লিরিক্স চেঞ্জ করে, গানটি আইয়ুব বাচ্চু কে দেন গাওয়ার জন্য।
Album: Daag Theke Jaay
daag-theke-jaay
Singer: Ayub Bachchu
Year: 1998


Bela Sheshe Lyrics

বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন-মণি কোঠায়


মনে পড়ে যায় প্রশ্নহীনা
জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায় হতো যতো
আগামী দিনের স্বপ্নের আলাপন

কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতা আমাকে পোড়ায়

আমার যতো অপূর্ণতা
পারিনি বোঝাতে আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে
জীবন ভরে থাকে বিষন্নতায়

হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়

You May Also Like Ayub Bachchu:
* Maajhraate - Kiron
* Bachaao Bidhata - Bachaao Bidhata
* Ekti Shotto
* Aakash Kaade, Baatash Kaade
* Chouddo Purusher Bhumidash


You May Also Like Album - Daag Theke Jaay:
* Jonmodin Tomar - Shafin Ahmed
* Bhul - James
* Bhalobasha O Oporaadh - Hasan
* Tumi Bojhoni Bondhutto Ki - Jewel
* Tumio Naa Aamio Naa - Biplop
* Moner-e Kaachhe - Tipu
* Bolbo Naa Dukkho Nei - Nakib Khan
* Dure Achhi Ei Bhalo - Azam Khan
* Moho - Aabir
* Hoyni Jaabar Bela - Khalid
* Aamito More Jaabo - Mehedi


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment