Lyrics:
Album: Oporichita
Singer: Ayub Bachchu
Year: 1999
Ektai Mon Lyrics
একটাই মন যখন তখন অনেক রঙএকটাই পৃথিবী হাজারো দেশ নেই শান্তির রেশ
একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে
জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে
আপন আপন করে সবকিছু ছেড়ে ছুড়ে
উন্মাদ হয়ে গেছি আমি
রিয়ালিটি রয়ালিটি কোন কিছু নেই আর
মানুষের মনে
বোকাসোকা ব্যক্তি বেঁচে থেকে লাভ কি
পারবেনা বাঁচাতে দেশটাকে
কখনো যদি হই বিশাল আকার
ভেঙ্গেচুরে করে দিব ঠিক একাকার
তীব্র ব্যাথাগুলো বুকে জেগে থাকে
মানুষ পাইনা বোঝাবো তবে কাকে
দাদা দাদীমা বাবা আর মা
তুমি আর আমি আর বাচ্চাকাচ্চা গুলো
এর বেশী আর কিছু না এর বেশী আর কিছু না
এর বেশী আর কিছু না এর বেশী আর কিছু না
জট পাকা সাধু কতটা অসাধু বোঝাবে কে আমাকে
একজন অসতী করে থাকে বসতি মানুষের মাঝে
ধার টাকা নিয়েছ মানুষের কাছে
নিঃশ্বাস ধার নেবে তুমি কার কাছে
এক নিঃশ্বাসের বাহাদুরি যেন
তেলে ভাঁজা গরম ডালপুরি যেন
এক কামড়েই যাবে পুরোটা পেটে
বাকি জীবন যাবে মাটিতে কেটে
গুনী লোক তুমি চিনবে কিভাবে
কথার জবাব যে দেয়না জবাবে
ওড়না তে ভর করে বিশ্ব ভ্রমণ
পাগল হলে সবাই ভাবে এমন
দিনকাল সবকিছু পাল্টে গেছে
আগে পিছে ডানে বায়ে উল্টে গেছে
যার যার ইচ্ছে করে ঠিকই নিচ্ছে
বাকি থেকে যায় শুধু সদিচ্ছে
You May Also Like Ayub Bachchu:
* Kichhu Aasha - Oporichita
* Ei Shohor Ekhon Ghumiye
* Baba Tomake Mone Pore
* Chhobi Aako Ichchhe Moto
* Ghor
You May Also Like Album "Oporichita":
* Ektai Mon - Ayub Bachchu
* Shopno Haara - James
* Oprichita - Hasan
* Aami Nodike - Partha
* Je Shure - Biplob
* Shob Ridoye - Bappa
* Aakash - Partha
* Ithika - Biplob
* Kotota Bishonno - Bappa
* Kichu Aasha - Ayub Bachchu
* Shurer Taane - James
* Jodi Khokhono - Hasan
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment