Lyrics:
Album: Prem Tumi Ki
Year: 2000
Ghor Lyrics
একচালা টিনের ঘর এই আপন, এই পরসবাই তো যাযাবর তবুও বানাই ঘর
ভেতরে নেই ঠিকঠাক বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটাছেঁড়া সবশেষে বাঁশের বেড়া
জীবনের যত প্রয়োজন তবুও মানে না মন
নানা রঙের শান্তি খোঁজে না পেলে দু'চোখ বুজে
এই কূলে আমার তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায় থেমে যাবে নিঃশ্বাস
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে দাও সবাই বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন হয়ে যাবে অন্ধ
লেনদেন সব গুছিয়ে নাও যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের এই খুটি যেন না হয় তোমার যেনতেন
আমার মনে বিশ্বাস তাই এই কূল, ওই কূল যেইখানে যাই
তুমি ছাড়া উপায় নাই তুমি ছাড়া কোনো কূল নাই
সময় থাকতে সাবধান হও লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন না হয় তোমার যেনতেন
দু'দিনের এই সংসারে কেউ আগে, কেউ পরে
চলে যাবে সব ছেড়ে শুধু ঘরটা রয় পড়ে
You May Also Like Ayub Bachchu:
* Kichhu Nei Aamar
* Moumita
* Prem Tumi Ki
* Protiti Bhor Protiti Khon
* Protishodh
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment