Lyrics:
Album: Prem Tumi Ki
Year: 2000
Protishodh Lyrics
তোমাকে কি করে ভুলে যাই বলতোমারি কারণে এ হৃদয় পুড়ে গেলো
নষ্ট হয়ে যেতে পারি যখন তখন
পথ ভ্রষ্ট কোন এক পথিকের মতন
তোমার জীবনে যখন আসবে ফাগুন
জেনো জ্বালবো আগুন
ঠিক তখনি জেনো আমি জ্বালাবো আগুন
মানুষের ভুল ভেবে শুধু আমি এড়িয়ে গিয়েছি
যতবার ততবার আঘাতে আঘাতে পেয়েছি
নীরবে সয়েছি আর একাকী কেঁদেছি
হাজারো আশা নিয়ে আজও বেঁচে আছি
যদি বলি তুমি কখনও আমায় ভালোবাসোনি
লুকোতে গিয়ে কখনও লুকোতে তা পারোনি
অকারণে কত রাত দূরে দূরে থেকেছো
ফাঁকা এ ঘরে আমায় তুমি একা রেখে
You May Also Like Ayub Bachchu:
* Shudhu Ki Aamari Bhul
* Shushmita
* Ural Debo Aakashe
* Aami Vebesi - Nirobota
* Atoshee - Nirobota
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment