Lyrics: Tutul, Aolad
Band: LRB
Album: LRB-1
Year: 1992
Dhakar Shondha Lyrics
বস্তিবাসী এক মায়ের মেয়ে
রংচং মেখে চায় সুন্দরী হতে,
কিছু পরেই নেমে যাবে জীবনের খোঁজে
আঁধার জগত সব অলিগলি ঘুরে।
হতে পারে নাম তার চন্দ্রা
হতে পারে নাম তার চন্দ্রা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
ডাস্টবিনে খুঁজে ফেরে ছোট এক ছেলে
ফেলে দেয়া খাবারের যদি কিছু মেলে
শীতে বৃষ্টিতে ফুটপাথে শুয়ে
আসে না যে চোখে তার তন্দ্রা।
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
ছুটছে সবাই শুধু টাকার পেছনে
টাকা দিয়ে সুখ যদি নেয়া যায় কিনে
সংসারে সুখ আসার আগেই
নেমে আসে চোখে চিরনিদ্রা
সন্ধ্যা এই ঢাকার সন্ধ্যা
You May Also Like Ayub Bachchu:
* Shesh Chithi
* Tumi Chhile
* Madhobi
* Shobai Chole Jaay
* Dheere Dheere
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment