Madhobi - LRB

মাধবী
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  LRB-1
Singer: Ayub Bachchu
Year: 1992

 


to listen unplugged version of this song click here


Madhobi Lyrics

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি

যে চায় সে পায়
মাধবী মাধবী
নয় ফুল নয় লতা
মাধবী মাধবী
সে... নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেখা যায়
সবার সাথে সবার সাথে

কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায়
মাধবী মাধবী
নয় ফুল নয় লতা
মাধবী মাধবী
সে... নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে মানুষের কাছে

নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায়
মাধবী মাধবী
নয় ফুল নয় লতা
মাধবী মাধবী
সে... নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে

মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে

যে চায় সে পায়
মাধবী মাধবী
নয় ফুল নয় লতা
মাধবী মাধবী
সে... নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাওয়ারই আশায়

মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়

আজ বলি একসাথে
মাধবী মাধবী
নয় ফুল নয় লতা
মাধবী মাধবী
সে... নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী
দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
সে... নষ্ট নারী


You May Also Like Ayub Bachchu:
* Shobai Chole Jaay
* Dheere Dheere
* Ferari
* Keno Tumi
* Hawker


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment