Sriti Niye - LRB

স্মৃতি নিয়ে
Lyrics: Hossen Imam
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


to listen unplugged version of this song click here

Sriti Niye Lyrics

আমি যাবো চলে দূরে বহুদূরে
গান শুধু রবে আমার স্মৃতি নিয়ে


বুকে কত জ্বালা ছিলো যে আমার
মনে কত কথা ছিলো যে বলার

বুঝেও বুঝলো না
শুনেও শুনলো না
এই মনে কত ব্যাথা

কত আশা ছিলো বেঁচে থাকার
বেঁচে থাকা বুঝি হলো না আমার

মনে রেখো আমাকে
সারাদিন সারাবেলা
ভুলে কভু যেও না

You May Also Like Ayub Bachchu:
* Emonti Hole Kemon Hoy
* Shesh Raater Daacter
* Maa
* Jiboner Maane
* Ek Cup Chaa


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Tomar Chithi - LRB

তোমার চিঠি
Lyrics: Shakil
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Tomar Chithi Lyrics

তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই

কিযে আছে লেখা ঐ চিঠির বুকে
সেইতো আমি আগেই জানি
আমার হৃদয় ভাঙার খবর
তোমার কাছ থেকে পেতে চাইনি।

তাই বুঝি এক অজানা ভয়ে
ঐ চিঠি আমি খুলিনি

তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই

ভাবি শুধু এ জীবন তুমি বিহীন
কি করে কাটবে আমার এই দিন,
তখনই দরজায় করধ্বনি শুনি
চমকে ফিরে আসি ভাবনা থেকে।

কে এলো ঐ আমার কাছে
যেই ভাঙা মন নিয়ে বসে আছে

তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই

দুয়ার খুলেই দেখি সমুখে তুমি
অতি চেনা সেই হাসিটি মুখে
চিরপরিচিতা সেই আমার তুমি
মুখ ভার করে বললে আমাকে

“কি হলো তোমার, কেনো তুমি
আমার চিঠি কি আজও পাওনি”

তোমার চিঠি পেয়েছি আজ এখনই
জানি সেই চিঠি আসবেই
তবে এতো সহসাই তা ভাবিনি!
তোমার চিঠি পেয়েছি আজ এখনই

You May Also Like Ayub Bachchu:
* Retired Father
* Pension
* Sriti Niye
* Emonti Hole Kemon Hoy
* Shesh Raater Daacter


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Retired Father - LRB

রিটায়ার্ড ফাদার
Lyrics: Nure Alam
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Retired Father Lyrics

পড়ন্ত বিকেলে রোদ তার চোখে
ফেলে আসা জীবনে সৃতি ভরা বুকে
একদা সবকিছু দিয়েছেন করে উজাড়
তিনি আমাদের প্রিয় রিটায়ার্ড ফাদার
রিটায়ার্ড ফাদার।

মাঝে মাঝে ভুল করে অফিসের বাসে চড়ে
চলে যান পুরানো সেই অফিসে
বন্ধুরা কেউ নেই ভুল ভাঙে নিমিষেই
জল ভরে দুচোখের কার্নিশেই
হাসি ব্যথার দেয়া নেয়া
ভালবাসা চাওয়া পাওয়া
এখানেই ছিল কতকাল

ভোর বেলা প্রতিদিনই ছুটে যান মাঠে তিনি
ফিরে পেতে হারানো সেই যৌবন
ওয়াকিং জগিং এ বুকডন চাপিয়ে
কেটে যায় তার বেশ কিছুক্ষণ

কখনও বা বসে বসে
কি যেন কি অভিলাষে
সঙ্গীত শুনে যান রবিদার
পিওনের দেখা পেলে কাছে ডেকে ভাই বলে
অনুরোধে ভরে দিয়ে মনটা
কতদিন হয়ে গেল ফাইল এ জমেছে ধুলো
তবুও পেল না যে পেনশনটা

রাগে ক্ষোভে অভিমানে হতাশাতে
বোঝা টেনে আর চলে না তার পরিবার
বয়সের বলিরেখা কপালের ভাঁজে আঁকা
সবুজ পাতারা খসে পরে যায়
জীবনের দাবী এসে শিশুদের মত হেসে
অবুঝ হৃদয় ঝর তোলে হায়।

কত কথা মনে ভাসে কত আশা অনায়াসে
ঘামে মিশে হয়েছে একাকার।

You May Also Like Ayub Bachchu:
* Pension
* Sriti Niye
* Emonti Hole Kemon Hoy
* Shesh Raater Daacter
* Maa


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Shesh Raate Dacter - LRB

শেষ রাতে ডাক্তার
Lyrics: Syed Aolad
Band: LRB
Album:  LRB-2
Singer: Tutul
Year: 1992

 


Shesh Raater Dacter Lyrics

শেষ রাতে ডাক্তার
কথা দিলো তবু এলো না
জীবনের কাঁটা ছেঁড়া
হলো না তো করা হলো না।


এখন আমার কিছু আর বাকী নেই
অতীত কখনো ছিলো না
অস্থির রাত্রে জেগে থাকা সময়েরা
দিলো না কিছু দিলো না।

সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা।

পাথরের চাপা পরা নীল নখ সাড়া গায়ে
এমন কখনো ছিলো না
বিষাদের ঘুন পোকা কুরে কুরে খেয়া যায়
মেটে না তৃষ্ণা মেটে না।

সুখের পাখিরা ডেকে ফিরে যায়
জানিনাতো তার ঠিকানা।

You May Also Like Ayub Bachchu:
* Maa
* Jiboner Maane
* Ek Cup Chaa
* Gotokaal Raate
* Khoniker Jonno


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Pension - LRB

পেনশন
Lyrics: Bappi Khan
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Pension Lyrics

অফিসের দ্বারে দ্বারে দিন প্রতিদিন
মেলে নাকো পেনশন
চলে যায় দিন
এতোগুলো বছরের ফেলে আশা সৃতি
অফিসের ফাইলে ফিতে বন্দি

অসহায় বৃদ্ধের সাধ্য সীমায়
কাটতে চায়না দিন তবু চলে যায় ।
একটি মাত্র ছেলে রঙিন নেশায়
পারেনি ধরতে হাল নিয়ে সংশয়।

একটি মাত্র মেয়ে বড় অভিমানী
প্রেমিকের হাত ছেড়ে করে টিউশানি
বৃদ্ধার চোখে জ্বল ঝরে নিরালায়
পেনশন পরে থাকে দূর অজানায় ।

You May Also Like Ayub Bachchu:
* Sriti Niye
* Emonti Hole Kemon Hoy
* Shesh Raater Daacter
* Maa
* Jiboner Maane


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Jiboner Mane - LRB

জীবনের মানে
Lyrics: Bappi
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Jiboner Mane Lyrics

জীবনের মানে আমি পাইনিতো খুজে
আমার এ দুচোখ তাই অভিধান খোঁজে
আমি সারাদিন যারে কাছে পাই
জানতে চেয়েও পাইনা জবাব
ফিরে চলে যাই।

একদিন দেখা হলো সময়ের সাথে
একটি প্রশ্ন আমি রেখেছি তারে
আমায় আড়ালে রেখে বলল মানুশ
ফেলে আসা ক্ষণ ছাড়া সবই তো জীবন

একদিন দেখা হলো মৃত্যুর সাথে
একই প্রশ্ন আমি রেখেছি তারেআমায় জড়িয়ে ধরে বলেছিল সে
আমি ছাড়া বাকী সব জীবনের মানে।

You May Also Like Ayub Bachchu:
* Ek Cup Chaa
* Gotokaal Raate
* Khoniker Jonno
* Cholo Bodle Jaai
* Kemon Aachho


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Maa - LRB

মা
Lyrics: Saiful Sobuj
Band: LRB
Album:  LRB-2
Singer: Tutul
Back Vocal: Ayub Bachchu
Year: 1992

 


Maa Lyrics

ও মা ও আমার মা ........
আমায় নাওনা তোমার আঁচল তলে
পৃথিবির যত সুখ যত ভালবাসা
সবই তোমার বাকী মিছে আশা।
মা, ও
মা, আমার মা, ও মা ।।

ছোট্ট বেলায় যখন তুমি
রাখতে মা বুকে চেপে
কতই মধুর লাগতো মাগো
আজও প্রাণে জাগে।।

আমায় নাওনা মাগো
নাওনা তোমার আঁচল তলে
মা, ও মা, আমার মা, ও মা ।।

আমি না হয় ভেঙ্গেছি তোমার আশা ভরসা
আমি না হয় তোমার হৃদয়ে ব্যথা দিয়েছি।।
তাই বলে কি তুমি
চলে যাবে আমায় একা ফেলে।
মা, ও মা, আমার মা, ও মা ।।

You May Also Like Ayub Bachchu:
* Jiboner Maane
* Ek Cup Chaa
* Gotokaal Raate
* Khoniker Jonno
* Cholo Bodle Jaai


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Hawker - LRB

হকার
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Hawker Lyrics

পেপার পেপার

একটি হকার
কেউ নেই তার
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার
পেপার পেপার।

দিনের শেষে রাত্রি এলে
ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে
একটুও ভাবে না
ভাবতেও চায় না
সারাদিন সে বিলি করে কত
নতুন নতুন ঘটনা।

সে শুধু জানে বাঁচতে হবে
বাঁচার তাগিদে তার সব ভাবনা
সকাল হলেই বলে
পেপার পেপার
পেপার পেপার।

কোন একদিন পেপার খুলে
চেয়ে দেখি হকারের ছবি পেপারে
সেই হকার যাকে আমি জানি
কতোনা খবর সে বিলি করেছিলো
মানুষের জন্য মানুষ হয়ে

সে শুধু জানতো বাঁচতে হবে
সৎ ভাবে আর সৎ উপায়ে
হঠাৎ একটি দানব ট্রাক
কেড়ে নিলো প্রাণ
সেই হকারের
সব চুপচাপ
সব চুপচাপ

You May Also Like Ayub Bachchu:
* Happy
* Adda
* Tomar chithi
* Retired Father
* Pension


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Happy - LRB

হ্যাপি
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Happy Lyrics

"আবার এলো যে সন্ধ্যা ..."

যার মুখ ভরা ছিল মিষ্টি হাসি
যার চোখ জুড়ে ছিল সরলতা
যার কণ্ঠ জুড়ে ছিল "এই নীল মনিহার"
যার দুহাতে বেজে উঠতো পিয়ানো গীটার
যে ছিল এক সঙ্গীত পূজারি

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

"এই নীল মনিহার"

প্রথম পরিচয়ে হ্যাপিকে সবাই
খুব আপন করে নিত সহজেই
হ্যাপি ছিল তাদেরই একজন
যারা হিংসা বিদ্বেষ এড়িয়ে চলে
তবুও কোথাও যেন হ্যাপির মন
বড় দুঃখ ছিল তাই গেয়ে গেল
"এই পৃথিবীর বুকে আসে যারা
নেই কি কোন তাদের আশা
আমি একা হলেও নাকি দিশেহারা"

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

হ্যাপি ছিল উদার সাগরের মত
তাই সবার বিপদে দিত হাত বাড়িয়ে
সমাধান হলে শেষ ধীরে ধীরে সকলে
হ্যাপির হাত টা নিত ছাড়িয়ে

কোন এক অজানা ব্যথা নিয়ে বুকে
আমাদের ছেড়ে হ্যাপি চলে গেছে
সুরে সুরে কিছু কথা কিছু ব্যথা
গান করে রেখে গেছে আমাদের কাছে

"আজ আছি কাল নেই অভিযোগ রেখো না
অধরের ঐ হাসি মুছে ফেল না"

সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
সেই হ্যাপি, প্রিয় হ্যাপি
আমাদের প্রিয় হ্যাপি

You May Also Like Ayub Bachchu:
* Adda
* Tomar chithi
* Retired Father
* Pension
* Sriti Niye


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Emonti Hole - LRB

এমনটি হলে
Lyrics: Shohid Mohammad Jongi
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Emonti Hole Lyrics

এমনটি হলে কেমন হয়
এদেশে ট্র্যাফিক জ্যাম নেই
অফিস পাড়ায় কোন ঘুষ নেই

এমনটি হলে কেমন হয়
পেপারে খুনের ছবি নেই
ট্র্যাক চাপা পড়ার খবর নেই

এমনটি হলে কেমন হয়
বিয়েতে কোন যৌতুক নেই
সংসারে কোন দুঃখ নেই

এমনটি হলে কেমন হয়
প্রেমে কোন বিচ্ছেদ নেই
হারানোর কোন ভয় নেই

এমনটি হলে কেমন হয়
শোষণ নেই, গ্লানি নেই,
ঘৃনা নেই, হিংসা নেই,
বাধা নেই!

মিথ্যা নেই, অন্যায় নেই
অবিচার নেই,
মানুষে মানুষে কোন যুদ্ধ নেই!

সৎ কাজে কোন বাধা নেই
না খেয়ে মরে যাবো দুঃখ নেই


You May Also Like Ayub Bachchu:
* Shesh Raater Daacter
* Maa
* Jiboner Maane
* Ek Cup Chaa
* Gotokaal Raate


Click on image to go:

Don't forget to share this song with your friends


Ek Cup Chaa - LRB

এক কাপ চা
Lyrics: Bappi
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Ek Cup Chaa Lyrics

শয্যায় এলোমেলো জেগে ওঠা প্রভা
ক্লান্তির গুঞ্জনে এক কাপ চা
বিষণ্ণ গাঢ় রাত ভরা নীলিমা
অপাঙ্গ দেহ সুখে
এক কাপ চা, এক কাপ চা
এক কাপ চা, এক কাপ চা

উসকো খুসকো মনে ভেজা কুয়াশা
কবিতার বই খুলে এক কাপ চা
আধারীর কালো জলে যুগল ছায়া
নিদে ভেজা আঁখি খুলে
এক কাপ চা, এক কাপ চা,
এক কাপ চা, এক কাপ চা

শ্রাবণ বরষা মনে রৌদ্র আশা
স্বপ্ন পেয়ালা ভরা এক কাপ চা
মগ্ন চেতন মাঝে যখনই দুরাশা
ব্যাকুল এই আমি চাই
এক কাপ চা এক কাপ চা
এক কাপ চা এক কাপ চা

You May Also Like Ayub Bachchu:
* Gotokaal Raate
* Khoniker Jonno
* Cholo Bodle Jaai
* Kemon Aachho
* Ki Aashate


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Adda - LRB

আড্ডা
Lyrics: Milon Khan
Band: LRB
Album:  LRB-2
Singer: Ayub Bachchu
Year: 1992

 


Adda Lyrics

তিন বেলা আড্ডা
বাড়ি ফিরি রাত ১২ টায়

লিখাপড়া বাদ দিয়ে
হয়ে আছি ভবঘুরে
লোকে বলে গেছি গোল্লায়
আড্ডা আড্ডা আড্ডা
আড্ডা আড্ডা আড্ডা

কত যুগ হয়ে গেছে মামা নেই বলে
সব আশা মুছে গেছে চোখেরও জলে
আজ ভাবনাহীন যায় কেটে যায় দিন
বেচে আছি বাবা মার করুনায়
আড্ডা আড্ডা আড্ডা
আড্ডা আড্ডা আড্ডা

আজ চা ছিগারেটে চোখ দুটো জ্বলে
সব ব্যাথা হতাশাতে মন যায় ভুলে
আমি আছি আশাহীন
গুনিব শুধুই দিন।
কবে দিবে বিধাতায় একটু সুখ।
আড্ডা আড্ডা আড্ডা
আড্ডা আড্ডা আড্ডা

You May Also Like Ayub Bachchu:
* Tomar chithi
* Retired Father
* Pension
* Sriti Niye
* Emonti Hole Kemon Hoy


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Shobai Chole Jay - LRB

সবাই চলে যায়
Lyrics: Ayub Bachchu
Band: LRB
Album: LRB-1
Singer: Tutul
Year: 1992

 


Shobai Chole Jay Lyrics

সবাই চলে যায়
স্মৃতি রেখে যায়
তবু এ জীবন চলে যায়।।

কেউ দুঃখ দিয়ে যায়
কেউ দুঃখ নিয়ে যায়
কেউ দুঃখ পেয়ে নিজেরে কাদায়।

কত না লোকে আমায় দুঃখ দিয়েছে
আমিও না বুঝে কত দুঃখ দিয়েছি।।
এই জীবনে সুখে দুখে
বেঁচে থাকাই হলো শুধু!

আশা নিয়ে বেঁচে থাকা এই সব দিন
স্মৃতি কথা হয়ে যাবে কোন একদিন
আশায়ই জীবন ভেবে ভেবে
বেঁচে থাকাই হলো শুধু!

You May Also Like Ayub Bachchu:
* Dheere Dheere
* Ferari
* Keno Tumi
* Hawker
* Happy


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...