Words Of Love - Mamas and Papas

Words Of Love 
John Phillips


to download this song click here

Lyrics:
Words of love, so soft and tender
Won't win a girls heart anymore
If you love her then you must send her
Somewhere where she's never been before

Worn out phrases and longing gazes
Won't get you where you want to go, no!
Words of love, soft and tender
Won't win her

You ought to know by now
You ought to know, you ought to know by now
Words of love, soft and tender
Won't win her anymore

You ought to know by now
You ought to know, you ought to know by now
Words of love, soft and tender
Won't win a girls heart anymore

If you love her then you must send her
Somewhere where she's never been before
Worn out phrases and longing gazes
Won't get you where you want to go

Words of love, soft and tender
Won't win her anymore, anymore

Singers:
The Mamas & The Papas (billboard hot 100) 1967

Click image to go:









Aamar Prothom - Tipu

আমার প্রথম
Album - Shesh Dekha (Mixed)
shesh-dekha

Singer -Tipu
Year: 1998

 


Aamar Prothom Lyrics

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হলো প্রথম

দীঘির পাড়ে সেই বকুল ছায়ায়
তোমার পাশে বসে মধুর মায়ায়
পৃথিবীকে স্বর্গ ভেবেছি তখন

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হলো প্রথম

তোমার মাঝে আমি মিশে ছিলাম
জানিনা কি ভুলে পেয়ে হারালাম
আধারে ছেয়ে গেল আমার ভূবন

আমার প্রথম সেই কলেজ জীবন
তোমাকে ঘিরে ছিল স্বপ্ন যেমন
আমার প্রথম সেই নতুন জীবন
তোমাকে দেখে শুরু হলো প্রথম

You May Also Like Obscure:
* Feraate Tomay
* Nirob Raate
* Shukh Khuje
* Mone Pore Tomake
* Kichhu Kotha


You May Also Like 'Shesh Dekha' Album:
* Shesh Dekha - Ayub Bachchu
* Ei Gaan-e Shesh Gaan - James
* Ki Kore Shob Bhule Jai - Shafin Ahmed
* Shomoy Kaate Naa - Partho
* Eto Koshto Keno Bhalobashay - Hasan
* Akashneela - Khalid
* Ek Jibone Onek Kedechhi - Ashikuzzaman Tulu
* Ek Chilte Rode - Fazal
* Proloy Uthechhe - Biplop
* Jiboner Shesh Kota Din - Azam Khan
* Shesh Dekha-2 - Ayub Bachchu


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Onno Kaaro Nou - Obscure

অন্য কারো নও
Band - Obscure
Album - Opekkhay Theko
obscure-opekkhay-theko

Year- 2007
Singer - Tipu

 


Onno Karo Nou Lyrics

চলে গিয়ে কেন তুমি দুরে
এই অবেলায় এভাবে কাঁদালে
একা ফেলে অভিমানে আমায়
দুর অজানায় কি করে হারালে

যত দুরে যাও তুমি জেনে নাও
তুমি যে আমার অন্য কারো নও

চলে গিয়ে কেন তুমি দুরে
এই অবেলায় এভাবে কাঁদালে

হৃদয়ে রয়েছো তুমি আমারই হয়ে
যাবে নাতো এই প্রেম কখনও ক্ষয়ে

ভালোবেসে মন কেদেছে যখন
ভালো থেকো তুমি আগেরই মতন

চলে গিয়ে কেন তুমি দুরে
এই অবেলায় এভাবে কাঁদালে

কাটেনা সময় যেন তোমাকে ছেড়ে
অভিমান ভেঙ্গে তুমি এসোনা ফিরে

খোলা আছে মন আজো সারাক্ষন
বলনা তুমি ফিরে আসবে কখন

চলে গিয়ে কেন তুমি দুরে
এই অবেলায় এভাবে কাঁদালে
একা ফেলে অভিমানে আমায়
দুর অজানায় কি করে হারালে

যত দুরে যাও তুমি জেনে নাও
তুমি যে আমার অন্য কারো নও


You May Also Like Obscure:
* Tomar Aamar Mon
* Kemon Achho
* Chinno
* Opekkhay Theko
* Bangladesh



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Aadhar Ghera (unplugged) - Obscure

আধার ঘেরা
Band: Obscure
Album: Obscure Unplugged
obscure-unplugged

Year: 2006
Singer: Tipu

 


to listen original version of this song click here

Aadhar Ghera (Unplugged) Lyrics

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর
সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

নিঃসঙ্গতা বিষাদ জলে
জীবন তরী আমি শুধু বেয়েছি
হৃদয়হীনার কাছে হৃদয় চেয়ে
দুঃখের অনল আজ বুকে জ্বেলেছি

সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর

হৃদয় মাঝে শত আঘাত সয়ে
ব্যথার ফুলে তবু মালা গেথেছি
অন্ত বিহীন দুঃখের পথে
বিষন্ন এই আমি শুধু কেদেছি

সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর
সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে


You May Also Like Obscure:
* Nijhum raater Aadhare (unplugged)
* Chhaira Gelam (unplugged)
* Khoda Tomay (unplugged)
* Tomar Pichhu Daka
* Shesh Bikeler Aalo



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Rojonee Kaate - Obscure

রজনী কাটে
Band: Obscure
Album: Obscure Vol-1
obscure-1

Year: 1986
Singer: Tipu

 


to Listen unplugged version, click here

Rojonee Kaate Lyrics by Obscure

রজনী কাটে রবির ছোঁয়ায়
পাখিরা হারায় সুরের খেয়ায়
নিয়তি আমার তোমায় খোঁজে
এ মনে আজ কি সুর বাজে

সাঁঝের বেলায় চাঁদের উঁকি
আধারে মিলায় সুখের পাখি
বিরহী এ মন তবু সুখ খোঁজে
অশ্রু ঘেরা অনুভবে

রজনী কাটে রবির ছোঁয়ায়
পাখিরা হারায় সুরের খেয়ায়

জোছনা রাতে এ নয়ন ভেঁজে
স্বপ্নগুলো ব্যাথার মাঝে
নিরাশার বুকে আসা কাঁদে
মমতার ছোঁয়া অনুরাগে

রজনী কাটে রবির ছোঁয়ায়
পাখিরা হারায় সুরের খেয়ায়
নিয়তি আমার তোমায় খোঁজে
এ মনে আজ কি সুর বাজে


You May Also Like Obscure:
* Chaad Kichhu Aalo
* Jibon Aamar
* Momotay Chheye Thaka
* Bidhi Tomar Kemon Khela
* Chhaira Gelam Matir Prithibee



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Eto Taa Raat - Obscure

এতটা রাত
Band - Obscure
Album - Ichchher Dakadaki

Year - 2009
Singer - Tipu

 


Eto Taa Raat Lyrics

এতটা রাত জেগে আমি দেখিনি ধ্রুবতারা
এতটা পথ হেঁটে আমি এখনো পথহারা
এতটা আঁধার ভেঙ্গে এসে দেখিনি সূর্যোদয়
এতটা ভালোবাসার পরেও তুমি আমার নয়

কতোটা মেঘ জমলে বুকে বৃষ্টি নামে চোখে
কতটা আলো হারালে মন আঁধারে যায় ঢেকে
আর কতটা বাসলে ভালো হতে না আর অন্য কারো

এতটা আঁধার ভেঙ্গে এসে দেখিনি সূর্যোদয়
এতটা ভালোবাসার পরেও তুমি আমার নয়

কতটা ঝড় উঠলে বুকে কষ্ট চারিদিকে
কতটা বিষাদ ছুঁয়ে গেলে মন হারায় নিজেকে
আর কতটা বাসলে ভালো হতে না আর অন্য কারো

এতটা আঁধার ভেঙ্গে এসে দেখিনি সূর্যোদয়
এতটা ভালোবাসার পরেও তুমি আমার নয়

এতটা রাত জেগে আমি দেখিনি ধ্রুবতারা
এতটা পথ হেঁটে আমি এখনো পথহারা
এতটা আঁধার ভেঙ্গে এসে দেখিনি সূর্যোদয়
এতটা ভালোবাসার পরেও তুমি আমার নয়


You May Also Like Obscure:
* Bhalo Theko
* Debona
* Ichhchher Dakadaki
* Jafrani Rong
* Rojonee Kaate



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Opekkhay Theko - Obscure

অপেক্ষায় থেকো
Band - Obscure
Album - Opekkhay Theko
obscure-opekkhay-theko

Year- 2007
Singer - Tipu

 


Opekkhay Theko Lyrics

অপেক্ষায় থেকো...
বৃষ্টি হয়ে নামবো আমি
আঁচল পেতে রেখো
অপেক্ষায় থেকো...
রোদ্দুর হয়ে আসবো আমি
মুঠো খুলে রেখো

চোখের তারায় স্বপ্ন এঁকো
স্বপ্নের রং স্বপ্নে মেখো
অপেক্ষায় থেকো

অপেক্ষায় থেকো
বৃষ্টি হয়ে নামবো আমি
 আঁচল পেতে রেখো

অপেক্ষায় থেকো
অভিমানী মন হারানো
দূর আকাশ পানে
অপেক্ষায় থেকো
সকাল বেলার আলসেমিতে
সুখ পাখির গানে

চোখের তারায় স্বপ্ন এঁকো
স্বপ্নেরই রং স্বপ্নে মেখো
অপেক্ষায় থেকো

অপেক্ষায় থেকো
বৃষ্টি হয়ে নামবো আমি
আঁচল পেতে রেখো

অপেক্ষায় থেকো
গোধূলির মন উদাসী
আলো আধারে
অপেক্ষায় থেকো...
ভালোবাসার সুখ পিয়াসী
জল নদীর ধারে

চোখের তারায় স্বপ্ন এঁকো
স্বপ্নেরই রং স্বপ্নে মেখো
অপেক্ষায় থেকো...

অপেক্ষায় থেকো...
বৃষ্টি হয়ে নামবো আমি
আঁচল পেতে রেখো
অপেক্ষায় থেকো...
রোদ্দুর হয়ে আসবো আমি
মুঠো খুলে রেখো

চোখের তারায় স্বপ্ন এঁকো
স্বপ্নেরই রং স্বপ্নে মেখো
অপেক্ষায় থেকো...

অপেক্ষায় থেকো...
বৃষ্টি হয়ে নামবো আমি
আঁচল পেতে রেখো


You May Also Like Obscure:
* Bangladesh
* Aaari
* Eibar Shesh Hok
* Aamar Buke
* Oshonkho Bar
* Eto Taa Raat



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Kemon Aachho - Obscure

কেমন আছো
Band - Obscure
Album - Opekkhay Theko
obscure-opekkhay-theko

Year- 2007
Singer - Tipu

 


Kemon Acho Lyrics

একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো

চোখের নোনা জলে
আজো কাঁদি একলা
তুমি ছাড়া
কাটেনা যে এই বেলা

আজো বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো

দারুণ খরা মনে
পাওয়া তোমায় হলোনা
এখন তুমি
হয়েছো বড় অচেনা

তবুও বৃস্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে আমারে কাঁদাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো

একা একা মনের কোণে
জমেছে মেঘ প্রতিক্ষণে
তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও
কেন বারেবারে দূরে সরে যাও
জানিনা এ আমায় ভূলে
কোথায় আছো
কেমন আছো


You May Also Like Obscure:
* Chinno
* Opekkhay Theko
* Bangladesh
* Aaari
* Eibar Shesh Hok



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Din Gelo - Obscure

দিন গেলো
Band - Obscure
Album - Opekkhay Theko
obscure-opekkhay-theko

Year- 2007
Singer -

 


Din Gelo Lyrics

দিন গেলো
তোমারই পরশে
মন ছিলো
সুখেরই আবেশে

এভাবে বুনেছি হৃদয়ে স্বপন
এখানে আমি এখানে তুমি
কি করে তোমাকে
ভুলে যাব এই আমি

দিন গেলো
তোমারই পরশে
মন ছিলো
সুখেরই আবেশে

জ্যোৎস্না গুলো আজ শুধু তোমার
দীর্ঘশ্বাসে বাস একা আমার
পূর্নিমারই চাঁদ দিলাম তোমায়
আধার ঘেরা রাত দিও আমায়

এভাবে বুনেছি হৃদয়ে স্বপন
এখানে আমি এখানে তুমি
কি করে তোমাকে
ভুলে যাব এই আমি

ভেসে যাওয়া মেঘ শুধু তোমার
কুয়াষাতে বাস একা আমার
মেঘের পালকিতে ভাস তুমি
ঝরা পাতাতে রব আমি

এভাবে বুনেছি হৃদয়ে স্বপন
এখানে আমি এখানে তুমি
কি করে তোমাকে
ভুলে যাব এই আমি

দিন গেলো
তোমারই পরশে
মন ছিলো
সুখেরই আবেশে

এভাবে বুনেছি হৃদয়ে স্বপন
এখানে আমি এখানে তুমি
কি করে তোমাকে
ভুলে যাব এই আমি


You May Also Like Obscure:
* E Faagun
* Onno Kaaro Nou
* Tomar Aamar Mon
* Kemon Achho
* Chinno



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Chinno - Obscure

চিহ্ন
Band - Obscure
Album - Opekkhay Theko
obscure-opekkhay-theko

Year- 2007
Singer - Tipu

 


Chinno Lyircs

হারাতে হারাতে কিছুই তো নেই
কি আর দেবো
তোমায় বলো তোমায় বলো

নিভে গ্যাছে দেয়ালি একে একে
মুছে গ্যাছে
স্বপ্ন গুলো স্বপ্ন গুলো

হৃদয় জুড়ে রয়ে গ্যাছে
শুধু তোমার
চিহ্নগুলো চিহ্নগুলো

তারা বোনা রাত
সোনালী প্রভাত
ধুলোয় ধূসর স্মৃতির পাতা

কোলাহল শেষে জমেছে বুকে
এক আকাশ নিরবতা

হৃদয় জুড়ে রয়ে গ্যাছে
শুধু তোমার
চিহ্নগুলো চিহ্নগুলো

থমকে আছে বিবর্ণ এ রাত
তোমাকে পাবার প্রতিক্ষাতে

রজনী শেষে এসেছে প্রভাত
এখনো আছি অপেক্ষাতে

হৃদয় জুড়ে রয়ে গ্যাছে
শুধু তোমার
চিহ্নগুলো চিহ্নগুলো

হারাতে হারাতে কিছুই তো নেই
কি আর দেবো
তোমায় বলো তোমায় বলো

নিভে গ্যাছে দেয়ালি একে একে
মুছে গ্যাছে
স্বপ্ন গুলো স্বপ্ন গুলো

হৃদয় জুড়ে রয়ে গ্যাছে
শুধু তোমার
চিহ্নগুলো চিহ্নগুলো


You May Also Like Obscure:
* Opekkhay Theko
* Bangladesh
* Aaari
* Eibar Shesh Hok
* Aamar Buke



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Chhaira Gelam (unplugged) - Obscure

ছাইড়া গেলাম
Band: Obscure
Album: Obscure Unplugged
obscure-unplugged

Year: 2006
Singer: Tipu

 


to listen original version of this song click here

Chhaira Gelam (Unplugged) Lyrics

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

রক্তে আমার মিশশা ছিল সুরেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেসি সংগীতের খেয়া

আশায় আশায় কাটল জীবন ঘোর
পার হইনাই তবু সুর সাগর

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই

কিসের আশায় মন সঁপিলাম সুরেরও মেলায়
কি পাইলাম আর কি হারাইলাম সংগীতের খেলায়

কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাঙল কেন সুখেরই স্বপন

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই

সাদা কাফন পইরা গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারি গান তোমাদের তরে

আমায় মনে রাইখ চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলিন

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান


You May Also Like Obscure:
* Khoda Tomay (unplugged)
* Tomar Pichhu Daka
* Shesh Bikeler Aalo
* Din Gelo
* E Faagun



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Bhalo Laage Aamar (unplugged) - Obscure

ভালো লাগে আমার
Band: Obscure
Album: Obscure Unplugged
obscure-unplugged

Year: 2006
Singer: Tipu

 


to listen original version of this song click here

Bhalo Lage Aamar (Unplugged) Lyrics

ভালো লাগে আমার
প্রিয় চেনা সুর
ভালো লাগে ভালো লাগে
রিনিঝিনি তোমারই নুপুর

ভালো লাগে ভোরের আকাশে
ঝলমলে রোদে মেঘেরই ভেলা
ভালো লাগে মনে এলোমেলো
আশা নিরাশার দোলা

ভালো লাগে তোমায়
একটু কাছে পাওয়া

ভালো লাগে নিঝুম আধারে
নিঃসঙ্গ একা একা
ভালো লাগে ওগো ভালো লাগে শুধু
ভাবতে তোমার কথা

ভালো লাগে তোমার
একটু ভালোবাসা

ভালো লাগে আমার
প্রিয় চেনা সুর
ভালো লাগে ভালো লাগে
রিনিঝিনি তোমারই নুপুর


You May Also Like Obscure:
* Tumi Chhile Kaal Raate (unplugged)
* Rojoni Kaate (unplugged)
* Kaal Shararaat (unplugged)
* Shararaat Jegechhi Eka (unplugged)
* Drishtiro Shimanay (unplugged)



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


Drishtiro Shimanay (unplugged) - Obscure

দৃষ্টিরও সীমানায়
Band: Obscure
Album: Obscure Unplugged
obscure-unplugged

Year: 2006
Singer: Tipu

 


Drishtiro Shimanay (Unplugged) Lyrics

দৃষ্টিরও সীমানায়
বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই

তুমি এলে মনে ওঠে আবেগেরই ঝড়
তোমারই দুচোখে আকি স্বপ্ন সাগর
তুমি আছো বলে আছে
প্রেমেরই বাসর

তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই

তুমি এলে জেগে ওঠে ভালোবাসা ভোর
ফুলেরই সুরভী শুধু তোমাতে বিভর
তুমি আছো বলে আছে
মায়াবি প্রহর

তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই

দৃষ্টিরও সীমানায়
বুকেরই আঙ্গিনায়
তুমি আছো সবই আছে
তুমি নেই কিছু নেই


You May Also Like Obscure:
* Aadhar Ghera Shopno Aamar (unplugged)
* Nijhum raater Aadhare (unplugged)
* Chhaira Gelam (unplugged)
* Khoda Tomay (unplugged)
* Tomar Pichhu Daka



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...