Chhaira Gelam Matir Prithibee - Obscure

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
Band: Obscure
Album: Obscure Vol-1
obscure-1

Year: 1986
Singer: Tipu

 


to listen unplugged version, click here

Chhaira Gelam Matir Prithibee Lyrics

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

রক্তে আমার মিশশা ছিল সুরেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেসি সংগীতের খেয়া

আশায় আশায় কাটল জীবন ঘোর
পার হইনাই তবু সুর সাগর

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

কিসের আশায় মন সঁপিলাম সুরেরই মেলায়
কি পাইলাম আর কি হারাইলাম সংগীতের খেলায়

কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাঙল কেন সুরেরই স্বপন

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

সাদা কাফন পইরা গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারি গান তোমাদের তরে

আমায় মনে রাইখ চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলিন

বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই
বুকে জমাট বাঁধা অভিমান
কি নিঠুর এই নিয়তির বিধান


You May Also Like Obscure:
* Maajh Raate
* Vondo Baba
* Nijhum Raater Aadhare
* Mone Pore
* Shurjota


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment