Aadhar Ghera (unplugged) - Obscure

আধার ঘেরা
Band: Obscure
Album: Obscure Unplugged
obscure-unplugged

Year: 2006
Singer: Tipu

 


to listen original version of this song click here

Aadhar Ghera (Unplugged) Lyrics

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর
সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

নিঃসঙ্গতা বিষাদ জলে
জীবন তরী আমি শুধু বেয়েছি
হৃদয়হীনার কাছে হৃদয় চেয়ে
দুঃখের অনল আজ বুকে জ্বেলেছি

সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর

হৃদয় মাঝে শত আঘাত সয়ে
ব্যথার ফুলে তবু মালা গেথেছি
অন্ত বিহীন দুঃখের পথে
বিষন্ন এই আমি শুধু কেদেছি

সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে

আধার ঘেরা স্বপ্ন আমার
সূর্য স্নানে কাটেনা আর
সন্চিত সুখটুকু দিয়েছি যারে
ব্যথা দিয়ে ঢেকেছে সে আমারে


You May Also Like Obscure:
* Nijhum raater Aadhare (unplugged)
* Chhaira Gelam (unplugged)
* Khoda Tomay (unplugged)
* Tomar Pichhu Daka
* Shesh Bikeler Aalo



Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment