Band: Obscure
Album: Shopnocharini

Year: 1990
Singer:
to listen unplugged version, click here
Shararaat Jegechhi Eka Lyrics
সারারাত জেগেছি একাআর ভেবেছি আমি বারবার
আমি এখনো বুঝিনি
তুমি আছো কি আমার
নাকি নেই তুমি যে আমার
ঝড় যেমন চায় শান্ত নদী
তোমারে খুজি
একা হলে তোমায় ভাবি
আধারে লুকিয়ে আমি
আমি এখনো বুঝিনি
তুমি আছো কি আমার
নাকি নেই তুমি যে আমার
সারারাত জেগেছি একা
সীমান্ত পেরিয়ে হৃদয় আমার
চায় যে শুধু তোমাকে
কি করে আমি বাচবো বল
তুমি যে চোখের আড়ালে
আমি এখনো বুঝিনি
তুমি আছো কি আমার
নাকি নেই তুমি যে আমার
সারারাত জেগেছি একা
আর ভেবেছি আমি বারবার
আমি এখনো বুঝিনি
তুমি আছো কি আমার
নাকি নেই তুমি যে আমার
You May Also Like Obscure:
* Shei Tumi
* Ekaki (Adhar Ghera E Raate)
* Chokhe Chokhe Kotha
* Aamar Prothom (album- Shesh Dekha)
* Feraate Tomay
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment