Tumi Chhile Kaal Raate - Obscure

তুমি ছিলে কাল রাতে
Band: Obscure
Album: Obscure Vol-2
obscure-2

Year: 1988
Singer: Tipu

 


to listen unplugged version, click here

Tumi Chhile Kaal Raate Lyrics

তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী
নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি
হাত রেখে দুটি হাতে দিয়েছিলে কথা
এ জীবনে মোর প্রানে দেবেনা তো ব্যাথা
সব কথা ভুলে আজ তুমি চলে গেলে
কি ছিল তোমার মনে নাই বলে গেলে

দিয়েছি সজল চোখে তোমারি সুখে
প্রনয় শিশিরটুকু ছিল যা বুকে
ছলনার অনলে এ অন্তর জ্বেলে
স্বপ্নিল ভালবাসা গিয়েছ ভুলে

আশা আজ ব্যাথা হয়
নয়নেরও কোনে
ভাললাগা ভালবাসা রয়ে যায় মনে

তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী
নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি

স্মৃতির পাবক হয়ে ঘুম ভাঙো রাতে
স্বপ্নে রাখো হাত এ দুটি হাতে
স্বপ্নের রোদে আমি পেয়েছি যে ভোর
স্মৃতির মেঘে তুমি ভাঙলে সে ঘোর

সৌ্রভে রূপ নিলে
ফুটলে তুমি ফুলে
কাঁটা হয়ে ভেঙ্গে দিলে জীবনের কূল

তুমি ছিলে কাল রাতে জোছনার সাথী
নিয়েছিলে মনখানি দিয়ে দুটি আঁখি
হাত রেখে দুটি হাতে দিয়েছিলে কথা
এ জীবনে মোর প্রানে দেবেনা তো ব্যাথা
সব কথা ভুলে আজ তুমি চলে গেলে
কি ছিল তোমার মনে নাই বলে গেলে


You May Also Like Obscure:
* Kaal Shararaat
* Ei Raat
* Aadhar Ghera
* Baaner Jole
* Tomake Chaai


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment