Momotay Cheye Thaka - Obscure

মমতায় চেয়ে থাকা
Album: Obscure Vol-1
obscure-1

Year: 1986
Singer: Tipu

 


Momotay Cheye Thaka Lyrics

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছো আমি আছি আছে সকলেই
সাগর বেলায় বসে সেই মধু রাত
তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

স্বপ্নে ঘেরা ছিল অবুঝ সে দিন
অজানা ব্যাথার মাঝে হয়েছে বিলিন

বালুচরে ঝরেছিল যে আঁখিজল
আজো তা হয়ে আছে শিশিরে সজল

সাগর বেলায় বসে সেই মধু রাত
তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

শায়ক বেঁধা পাখী দারুন ব্যাথায়
কেন জানি উড়ে যায় সেই নিরালায়

ভেঙ্গে যাওয়া পাখীটির আহত সে মন
তবু কেন দেখে যায় সুখেরই স্বপন

সাগর বেলায় বসে সেই মধু রাত
তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই
তুমি আছো আমি আছি আছে সকলেই
সাগর বেলায় বসে সেই মধু রাত
তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভাত

You May Also Like Obscure:
* Bidhi Tomar Kemon Khela
* Chhaira Gelam Matir Prithibee
* Maajh Raate
* Vondo Baba
* Nijhum Raater Aadhare


Click on image to go:

গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...


No comments:

Post a Comment