Band: Warfaze
Album: Jibon Dhara 1997
Singer: Sunjoy
Kromosho Lyrics
ভেঙ্গে দেয় ঘুমভেঙ্গে দেয় স্বপ্ন
কালবৈশাখী ঝড় আর নেকড়ের গর্জনে
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
সাজানো পৃথিবী যেন এলোমেলো জঞ্জাল
হায় হায় কত নিয়মে হায়
আসল আর মায়া বুঝা যে বড় দায়
ছায়া থেকে আলোর বন্যা যেথায়
বিশ্বাসে সবই মিলায়
সবটাই কেমন যেনো
প্রবল বাস্তব
মায়ার খেয়ালীতে
বাস্তবতা কায়াহীন
বাস্তবতা কেমন যেনো
ধৃত স্বপ্ন
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন
হেয়...হেয়...
হেয়.....বাস্তবতা শীতল
গরম কিছু নয়
আবেগী কথার ভূষণে বহুরূপী
যুক্তি থেকে বিশ্বাস থেকে
বিশ্বাস থেকে যুক্তি
কে কার শিকড়
কে কার ছায়া
ভেঙ্গে দেয় ঘুম
ভেঙ্গে দেয় স্বপ্ন
ভেঙ্গে যায় ঘুম
অকারণ দুঃস্বপ্নে
ঘুমের ভিতর ঘুম
স্বপ্নের মাঝে স্বপ্ন
যুক্তি থেকে বিশ্বাস থেকে
বিশ্বাস থেকে যুক্তি
You May Also Like:
* তুমি
* হেয়ালি
* পথ চলা
* Jonony
* নিঃশব্দে
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment