Band: Warfaze
Album: Jibon Dhara 1997

Singer: Sunjoy
Heyali Lyrics
মিথ্যারই বাহনে সোওয়ারী এই জীবনপারবে কি কুয়াশা্র পথটাকে পেরোতে
যদি না জানা যায় মিথ্যের পরিচয় কোন সময়
কখনো কি যাবে সত্যকে চেনা এই জীবনে
আধাঁরে রাতজাগা পূজারী এই জীবন
তাকে কি নিষিদ্ধ পথ ডাকে এই রাতে
যদি না কেউ জানে আলোর কি মানে এই ভুবনে
কখনো কি পাবে আলোর ঠিকানা এই জীবনে
এ যে এক হেয়ালী যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা, যার নেই কোন সীমানা
কে জানেকে জিতে যাবে... এই খেলাতে
কে জানে কে হেরে যাবে এই খেলাতে
You May Also Like:
* পথ চলা
* Jonony
* নিঃশব্দে
* দিন বদল
* Ajante
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment