Band: Warfaze
Album: Dhun (1997)
Singer: Sunjoy
Mukti Chai Lyrics
চেয়ে দেখ চারিদিকে চিৎকারচেয়ে দেখ চারিদিকে ধিক্কার
হতাশায় ডুবে দুরাশায় ভুগে
হয়ে গেছে কালো আজ অন্তর....হয়ে গেছে কালো আজ অন্তর
চেয়ে দেখ চারিদিকে সংশয়
হারিয়েছি আজ সেই পরিচয়
সততার মাঝে অভাবের লাজে
স্থির হয় জীবনের পরাজয়........স্থির হয় জীবনের পরাজয়
এই সমাজের প্রভুরা.....(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা........(ওদেরকে)
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা
চাই না হতে .......(নিপিড়িত)
চাই না হতে .......(প্রতারিত)
চাই না হতে .......(আশাহত)
মুক্তি চাই...
আর নয়...........(বিষন্নতা)
আর নয় ..........(প্রবঞ্চনা)
আর নয়...........(দারিদ্রতা)
মুক্তি চাই....
চেয়ে দেখ রঞ্জিত রাজপথ
হারিয়েছে প্রাণ কত প্রিয়জন
জীবনের সাঁঝে হারানোর গানে
দিকহীন আজ এই সংগ্রাম.......দিকহীন আজ এই সংগ্রাম
কোনদিন হবে সেই তোলপাড়
ফিরে পাবো না পাওয়ার অধিকার
হতাশার সব কালো ছায়া
মুছে যাবে আলোর বন্যায়........মুছে যাবে আলোর বন্যায়
এই সমাজের প্রভুরা.....(প্রভুরা)
কোনদিনও ভাবে না.....(ওদেরকে)
হে সমাজের প্রভুরা
কেন দেখেও দেখে না
চাই না হতে ....(সমাজবদ্ধ)
চাই না হতে....(সবার মত)
চাই না হতে ....(প্ররোচিত)
মুক্তি চাই
আর নয়...... মিছে আশা
আর নয় .....কালো ছায়া,
আর নয় .....পিছে ফেরা
মুক্তি চাই.......
কেন মিথ্যের ভারে নুয়ে পরে জাতি
কেন শিক্ষায় করে অবনতি
কেন নিষ্ঠার ভয়ে ঘুনে ধরা জাতি
কেন ছাত্রের প্রাণে রাজনীতি
এই সমাজের প্রভুরা.....(প্রভুরা)
খেলে নিষ্ঠুর খেলা.......(ওদেরকে)
হে সমাজের প্রভুরা
কেন এই ধ্বংস লীলা
চাই না হতে .......(নিপিড়িত)
চাই না হতে .......(প্রতারিত)
চাই না হতে .......(আশাহত)
মুক্তি চাই
আর নয়...........(বিষন্নতা)
আর নয় ..........(প্রবঞ্চনা)
আর নয়...........(দারিদ্রতা)
মুক্তি চাই
You May Also Like:
* অসামাজিক
* নেই প্রয়োজন
* রুপালি স্রোত
* অশনি সংকেত
* বন্ধু
You May Also Like 'Dhun Album'
* লোকজন কমে গেছে - LRB
* Dukkhe Harate - Feedback
* Hajar Borsha Raat - Souls
* Chiro Horit - Feelings
* Dure Bohu Dure - Ark
* Koto Raat - Ark
* মনে পড়ে - Warfaze
* Eker Vitor Tin - Feelings
* Palki - Souls
* Tumi Aamar - Feedback
* যে মানুষটি - LRB
Click on image to go:
গানটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন...
No comments:
Post a Comment